ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

মালয়েশিয়ায় সড়কে প্রাণ হারালো দুই বাংলাদেশি

  • আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা স্থানীয় পাম বাগানে কাজ করতেন।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউপির গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম গাড়ীর নিচে চাপা পড়ে নিহত হন।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান বলেন, বিকেল ৩টা ৩০ মিনিটে গাহাই অ্যাগ্রোপলিটন ফার্ম থেকে তানজুং গাহাইয়ের খামার থেকে শ্রমিকদের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে, তিনি বলেন।

এসি/আপ্র/০১/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মালয়েশিয়ায় সড়কে প্রাণ হারালো দুই বাংলাদেশি

আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা স্থানীয় পাম বাগানে কাজ করতেন।

রোববার (৩১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদর উপজেলার গোমস্তাপুর ইউপির গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৩)।

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, রোববার মালয়েশিয়ায় সরকারি ছুটির দিন। এদিনে ওভারটাইম কাজে যান তুহিন-শামীমসহ গোমস্তাপুরের পাঁচজন বাসিন্দা। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন তারা। পাহাড়ি অঞ্চল সুঙ্গাই কোয়ান এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপ থেকে তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম গাড়ীর নিচে চাপা পড়ে নিহত হন।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান বলেন, বিকেল ৩টা ৩০ মিনিটে গাহাই অ্যাগ্রোপলিটন ফার্ম থেকে তানজুং গাহাইয়ের খামার থেকে শ্রমিকদের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে এবং ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে, তিনি বলেন।

এসি/আপ্র/০১/০৯/২০২৫