ঢাকা ০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

মার্তিনেসের ‘বিজয়ী মানসিকতা’ কাজে লাগাতে চায় ইউনাইটেড

  • আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ৮২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : যখনই মাঠে নেমেছেন, লিসান্দ্রো মার্তিনেস তখনই দেখিয়েছেন লড়াইয়ের মানসিকতা। নিজের মতো করে অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে। এই ডিফেন্ডারের বিজয়ী মানসিকতা ক্লাব পর্যায়ে কাজে লাগবে বলে বিশ্বাস ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ স্কট ম্যাকটমিনের। গত গ্রীষ্মের দলবদলে আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেন মার্তিনেস। শুরুতে ভুগলেও বিশ্বকাপ বিরতির আগে এরিক টেন হাগের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ক্লাবের ছন্দ জাতীয় দলেও ধরে রাখেন মার্তিনেস। বিশ্ব সেরার মঞ্চে আর্জেন্টিনার সাত ম্যাচের পাঁচটিতে খেলেন তিনি। তবে সুযোগ হয়নি ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জেতা ফাইনালে।
বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে মার্তিনেসের অবদান কম নয়। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর কার্যত সব ম্যাচই লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য ছিল ‘ফাইনাল।’ হারলেই বাদ, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দারুণ সব ট্যাকলে নজর কাড়েন মার্তিনেস। তার খেলা মনোযোগ দিয়েই দেখেছেন ম্যাকটমিনে। আর্জেন্টিনা শিরোপা জেতার পর ক্লাব সতীর্থের সঙ্গে কথাও হয়েছে তার। ইংলিশ লিগ কাপে বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় এই মিডফিল্ডার বলেছেন, শিরোপার জন্য লড়াই করতে হলে মার্তিনেসের জেতার মানসিকতা প্রয়োজন হবে তাদের সবার। “লিসান্দ্রোকে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলাম এবং সে বলেছিল, ‘আমরা পরেরটির জন্য লড়তে যাচ্ছি।’ সে সবেমাত্র একটি বিশ্বকাপ জিতেছে, এটিই একটি দলের মানসিকতার বহিঃপ্রকাশ।” “সবসময় ট্রফি জেতাই সাফল্য হবে এবং এটি এই ফুটবল ক্লাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কোচ হিসেবে এখন যাকে পেয়েছি, এরপর সেই যাত্রা শুরু করার জন্য আমাদের সত্যিই ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে এই বছর।” ইউনাইটেড সবশেষ শিরোপার স্বাদ পেয়েছিল ২০১৭ সালে, ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়ে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্তিনেসের ‘বিজয়ী মানসিকতা’ কাজে লাগাতে চায় ইউনাইটেড

আপডেট সময় : ১২:০৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : যখনই মাঠে নেমেছেন, লিসান্দ্রো মার্তিনেস তখনই দেখিয়েছেন লড়াইয়ের মানসিকতা। নিজের মতো করে অবদান রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে। এই ডিফেন্ডারের বিজয়ী মানসিকতা ক্লাব পর্যায়ে কাজে লাগবে বলে বিশ্বাস ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ স্কট ম্যাকটমিনের। গত গ্রীষ্মের দলবদলে আয়াক্স থেকে ইউনাইটেডে যোগ দেন মার্তিনেস। শুরুতে ভুগলেও বিশ্বকাপ বিরতির আগে এরিক টেন হাগের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তিনি। ক্লাবের ছন্দ জাতীয় দলেও ধরে রাখেন মার্তিনেস। বিশ্ব সেরার মঞ্চে আর্জেন্টিনার সাত ম্যাচের পাঁচটিতে খেলেন তিনি। তবে সুযোগ হয়নি ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জেতা ফাইনালে।
বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে মার্তিনেসের অবদান কম নয়। সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পর কার্যত সব ম্যাচই লাতিন আমেরিকার চ্যাম্পিয়নদের জন্য ছিল ‘ফাইনাল।’ হারলেই বাদ, এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে দারুণ সব ট্যাকলে নজর কাড়েন মার্তিনেস। তার খেলা মনোযোগ দিয়েই দেখেছেন ম্যাকটমিনে। আর্জেন্টিনা শিরোপা জেতার পর ক্লাব সতীর্থের সঙ্গে কথাও হয়েছে তার। ইংলিশ লিগ কাপে বুধবার বার্নলির বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় এই মিডফিল্ডার বলেছেন, শিরোপার জন্য লড়াই করতে হলে মার্তিনেসের জেতার মানসিকতা প্রয়োজন হবে তাদের সবার। “লিসান্দ্রোকে বার্তা পাঠিয়ে অভিনন্দন জানিয়েছিলাম এবং সে বলেছিল, ‘আমরা পরেরটির জন্য লড়তে যাচ্ছি।’ সে সবেমাত্র একটি বিশ্বকাপ জিতেছে, এটিই একটি দলের মানসিকতার বহিঃপ্রকাশ।” “সবসময় ট্রফি জেতাই সাফল্য হবে এবং এটি এই ফুটবল ক্লাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কোচ হিসেবে এখন যাকে পেয়েছি, এরপর সেই যাত্রা শুরু করার জন্য আমাদের সত্যিই ভালো সুযোগ রয়েছে, বিশেষ করে এই বছর।” ইউনাইটেড সবশেষ শিরোপার স্বাদ পেয়েছিল ২০১৭ সালে, ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হয়ে।