প্রযুক্তি ডেস্ক : গেল বছরেই নতুন ম্যাকবুক প্রো দেখিয়েছে অ্যাপল। দামের কারণে বিলাসবহুল পণ্য হিসাবে বিবেচিত হচ্ছে ল্যাপটপটি। এবার খবর রটেছে ‘সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো নিয়ে। এম২ প্রসেসরের কথাও উঠে আসছে ল্যাপটপটির প্রসঙ্গে।
সস্প্রতি ‘সংশ্লিষ্ট সূত্রের’ বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, মার্চ মাসেই নতুন ইভেন্টের পরিকল্পনা করেছে অ্যাপল। অন্যদিকে, বাণিজ্য প্রকাশনাটির সংবাদকর্মী মার্ক গারম্যান বলছেন, ওই আয়োজনেই ‘সাশ্রয়ী দামের’ নতুন ম্যাকবুক প্রো উন্মোচন করবে অ্যাপল।
প্রযুক্তি শিল্পে অ্যাপলের পণ্য আর সেবা নিয়ে গুজব আর অভ্যন্তরীণ গোপন খবরের নির্ভরযোগ্য সূত্র হিসেবে গ্রহণযোগ্যতা আছে গারম্যানের।
গারম্যানের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাক জানিয়েছে, এম১ প্রো আর এম১ ম্যাক্স ম্যাকবুকের সঙ্গে নতুন ডিভাইসটির পার্থক্য শুধু দামের বেলায় থাকবে না। সম্ভবত, অন্যান্য মডেলগুলোর তুলনায় খানিকটা ‘দুর্বল’ হার্ডওয়্যার থাকবে ডিভাইসটিতে।
“আমার প্রত্যাশা বিলাসবহুল দামের ম্যাকবুক প্রো’র সঙ্গে এন্ট্রি-লেভেল ম্যাকবুক প্রো’র পার্থক্য হবে দুর্বল ডিসপ্লে, প্রসেসর আর স্টোরেজের বেলায়। থাকবে না কোনো টাচবার, প্রোমোশন এবং মিনিএলইডি। এম২ চিপবাহী অনেকগুলো ম্যাকের একটি হবে এটি। যার মধ্যে আছে ২৪ ইঞ্চির আইম্যাক, এন্ট্রি-লেভেল ম্যাক মিনি এবং নতুন নকশার ম্যাকবুক এয়ার।”– বলেছেন গারম্যান।
গারম্যানের দেওয়া তথ্য অনুযায়ী, এলসিডি স্ক্রিন থাকবে নতুন ‘সস্তা দামের’ ম্যাকবুক প্রো’তে। শোনা যাচ্ছে নয়া ম্যাকবুক এয়ার-এর গুজবও। তবে, তাতে মিনিএলইডি ডিসপ্লে থাকতে পারে। ৯টু৫ ম্যাক বলছে, গেল দুই বছরে ইনটেল নির্মিত চিপের উপর নির্ভরতা থেকে বেরিয়ে এসে সব ডিভাইসে নিজস্ব ডিজাইনের চিপ ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে অ্যাপল। তারই ফলশ্রুতিতে ২০২২ সালে উন্মোচিত সব ম্যাক ল্যাপটপে অ্যাপলের নিজস্ব চিপেই থাকবে।
মার্চে আসছে সাশ্রয়ী দামের ম্যাকবুক প্রো, থাকবে এম২ চিপ
জনপ্রিয় সংবাদ