ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

মার্চের মধ্যেই মাইক্রোসফটের ওয়ার্ড, আউটলুকে এআই সুবিধা?

  • আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারে আপগ্রেড করা ‘অফিস’ অ্যাপ আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ার্ড’, ‘পাওয়ারপয়েন্ট’, ‘আউটলুকের’ পাশাপাশি অন্যান্য ‘মাইক্রোসফট ৩৬৫’ অ্যাপে ‘প্রমিথিউস এআই’ নামের প্রযুক্তি এবং ওপেনএআই’র ভাষা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার কী করতে পারে, মার্চে সেটি দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে কোম্পানিটি।
সম্প্রতি নতুন সংস্করণের ‘বিং’ সার্চ ইঞ্জিন চালু করেছে মাইক্রোসফট। সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র প্রমিথিউস মডেলের সহায়তায় এটি বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে ‘মানুষের মতো’ জবাব দিতে পারে। এর পাশাপাশি, বিল্ট ইন ‘এআই কোপাইলট’ সুবিধা থাকা নতুন সংস্করণের ‘এজ’ ব্রাউজার আত্মপ্রকাশ করেছে কোম্পানিটি। এটিও প্রমিথিউস এআই মডেলের মাধ্যমে চালিত। এ ছাড়া, ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা এক বাটন ব্যবহারকারীকে বিংয়ের নতুন চ্যাটিং ফিচারে দ্রুতই প্রবেশের সুযোগ দেয়, যা অনেকটা ব্রাউজারের মধ্যে চ্যাটজিপিটি থাকার মতো বিষয়। ভার্জ বলছে, নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে পাওয়ারপয়েন্ট বা এক্সেল-এ বিভিন্ন গ্রাফ ও গ্রাফিক্স তৈরি করাতে চায় মাইক্রোসফট। মাইক্রোসফট নিজস্ব এআই মডেলকে দিয়ে বিভিন্ন অফিস অ্যাপের মধ্যে ‘সহজ প্রম্পটের’ ভিত্তিতে টেক্সট লেখার সুবিধাও আনতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সংবাদ সাইট ‘ইনফরমেশন’। এনগ্যাজেট বলছে, নতুন এআই চালিত ফিচারগুলো আনতে মাইক্রোসফটকে ‘তড়িঘড়ি’ করতে দেখা গেলেও, এর বিভিন্ন পণ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী এআই ব্যবস্থা গুগল চালুর আগেই যত বেশি মানুষের কাছে সম্ভব, এটি পৌঁছানোর লক্ষ্যস্থির করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে, ফেব্রুয়ারির শেষে নতুন সংস্করণের বিং সার্চ ইঞ্জিন চালু করতে চেয়েছিল মাইক্রোসফট। তবে, উন্মোচনের তারিখ এগিয়ে গুগলের ‘বার্ড’ আনার ঘোষণার আগে নির্ধারণ করে কোম্পানিটি। নিজেদের এআই চালিত ফিচারের তালিকাও বিস্তৃত করতে চায় মাইক্রোসফট। এর জন্য, গত মাসে ওপেনএআই’র পেছনে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে কোম্পানিটি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

মার্চের মধ্যেই মাইক্রোসফটের ওয়ার্ড, আউটলুকে এআই সুবিধা?

আপডেট সময় : ১০:৪০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

প্রযুক্তি ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার ফিচারে আপগ্রেড করা ‘অফিস’ অ্যাপ আনতে পারে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ‘ওয়ার্ড’, ‘পাওয়ারপয়েন্ট’, ‘আউটলুকের’ পাশাপাশি অন্যান্য ‘মাইক্রোসফট ৩৬৫’ অ্যাপে ‘প্রমিথিউস এআই’ নামের প্রযুক্তি এবং ওপেনএআই’র ভাষা ভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার কী করতে পারে, মার্চে সেটি দেখানোর জন্য প্রস্তুত হচ্ছে কোম্পানিটি।
সম্প্রতি নতুন সংস্করণের ‘বিং’ সার্চ ইঞ্জিন চালু করেছে মাইক্রোসফট। সফটওয়্যার কোম্পানি ওপেনএআই’র প্রমিথিউস মডেলের সহায়তায় এটি বিভিন্ন অনুসন্ধানী প্রশ্নে ‘মানুষের মতো’ জবাব দিতে পারে। এর পাশাপাশি, বিল্ট ইন ‘এআই কোপাইলট’ সুবিধা থাকা নতুন সংস্করণের ‘এজ’ ব্রাউজার আত্মপ্রকাশ করেছে কোম্পানিটি। এটিও প্রমিথিউস এআই মডেলের মাধ্যমে চালিত। এ ছাড়া, ব্রাউজারের ওপরের ডান কোনায় থাকা এক বাটন ব্যবহারকারীকে বিংয়ের নতুন চ্যাটিং ফিচারে দ্রুতই প্রবেশের সুযোগ দেয়, যা অনেকটা ব্রাউজারের মধ্যে চ্যাটজিপিটি থাকার মতো বিষয়। ভার্জ বলছে, নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে পাওয়ারপয়েন্ট বা এক্সেল-এ বিভিন্ন গ্রাফ ও গ্রাফিক্স তৈরি করাতে চায় মাইক্রোসফট। মাইক্রোসফট নিজস্ব এআই মডেলকে দিয়ে বিভিন্ন অফিস অ্যাপের মধ্যে ‘সহজ প্রম্পটের’ ভিত্তিতে টেক্সট লেখার সুবিধাও আনতে চায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে মার্কিন সংবাদ সাইট ‘ইনফরমেশন’। এনগ্যাজেট বলছে, নতুন এআই চালিত ফিচারগুলো আনতে মাইক্রোসফটকে ‘তড়িঘড়ি’ করতে দেখা গেলেও, এর বিভিন্ন পণ্যে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ চ্যাটজিপিটি’র প্রতিদ্বন্দ্বী এআই ব্যবস্থা গুগল চালুর আগেই যত বেশি মানুষের কাছে সম্ভব, এটি পৌঁছানোর লক্ষ্যস্থির করেছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে, ফেব্রুয়ারির শেষে নতুন সংস্করণের বিং সার্চ ইঞ্জিন চালু করতে চেয়েছিল মাইক্রোসফট। তবে, উন্মোচনের তারিখ এগিয়ে গুগলের ‘বার্ড’ আনার ঘোষণার আগে নির্ধারণ করে কোম্পানিটি। নিজেদের এআই চালিত ফিচারের তালিকাও বিস্তৃত করতে চায় মাইক্রোসফট। এর জন্য, গত মাসে ওপেনএআই’র পেছনে কয়েকশ কোটি ডলার বিনিয়োগের চুক্তি করেছে কোম্পানিটি।