ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার নিচ্ছে পদ্মা ব্যাংক

  • আপডেট সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার নিচ্ছে পদ্মা ব্যাংক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. শাহাবুদ্দিন আলম গত সেপ্টেম্বরে ডিএসইতে আবেদন করে পুঁজিবাজারের লেনদেন প্রক্রিয়ার বাইরে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার পদ্মা ব্যাংককে দিতে চান। এ আবেদনে সম্মতি দিয়ে শেয়ার হস্তান্তর করার জন্য ৩০ দিন সময় বেঁধে দেয় ডিএসই। মো. শাহাবুদ্দিন আলম চট্টগ্রাম ভিত্তিক এস এ গ্রুপের মালিক। তিনি মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা। ২০১৭ সাল পর্যন্ত তিনি এ ব্যাংকের পরিচালক ছিলেন। ২০১৮ সালের ১৭ অক্টোবর তাকে ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার মামলা আছে। এর আগে গত বছর পহেলা সেপ্টেম্বর মো. শাহাবুদ্দিন তার হাতে থাকা ৮৫ লাখ ৩৮ হাজার ৯৩৫টি শেয়ার থেকে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার বাজার মূল্যে বিক্রি করে দেওয়ার ঘোষণা দেন। একই বছর তিনি ২৪ অগাস্ট ৪০ লাখ ৫৫ হাজার ২৮৩ টি শেয়ার সাউথইস্ট ব্যাংকের কাছে হস্তান্তর করেছিলেন। বাংলাদেশের চতুর্থ প্রজন্মের ব্যাংক পদ্মা ২০১৩ সালে ফারমার্স ব্যাংক হিসেবে কাজ শুরু করে। পরে ২০১৯ সালে নাম পাল্টে পদ্মা ব্যাংক নাম ধারণ করে। ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার নিচ্ছে পদ্মা ব্যাংক

আপডেট সময় : ০১:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার নিচ্ছে পদ্মা ব্যাংক। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ডিএসই জানিয়েছে, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা মো. শাহাবুদ্দিন আলম গত সেপ্টেম্বরে ডিএসইতে আবেদন করে পুঁজিবাজারের লেনদেন প্রক্রিয়ার বাইরে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার পদ্মা ব্যাংককে দিতে চান। এ আবেদনে সম্মতি দিয়ে শেয়ার হস্তান্তর করার জন্য ৩০ দিন সময় বেঁধে দেয় ডিএসই। মো. শাহাবুদ্দিন আলম চট্টগ্রাম ভিত্তিক এস এ গ্রুপের মালিক। তিনি মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তা। ২০১৭ সাল পর্যন্ত তিনি এ ব্যাংকের পরিচালক ছিলেন। ২০১৮ সালের ১৭ অক্টোবর তাকে ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার মামলা আছে। এর আগে গত বছর পহেলা সেপ্টেম্বর মো. শাহাবুদ্দিন তার হাতে থাকা ৮৫ লাখ ৩৮ হাজার ৯৩৫টি শেয়ার থেকে ৬৭ লাখ ৩৪ হাজার ৮৪০টি শেয়ার বাজার মূল্যে বিক্রি করে দেওয়ার ঘোষণা দেন। একই বছর তিনি ২৪ অগাস্ট ৪০ লাখ ৫৫ হাজার ২৮৩ টি শেয়ার সাউথইস্ট ব্যাংকের কাছে হস্তান্তর করেছিলেন। বাংলাদেশের চতুর্থ প্রজন্মের ব্যাংক পদ্মা ২০১৩ সালে ফারমার্স ব্যাংক হিসেবে কাজ শুরু করে। পরে ২০১৯ সালে নাম পাল্টে পদ্মা ব্যাংক নাম ধারণ করে। ২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।