ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

মার্কিন ‘হিমার্স’ রকেট কি পারবে যুদ্ধের গতি বদলে দিতে?

  • আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
  • ১৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই অস্ত্র ব্যবস্থাটির নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স। এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমআলআরএস। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। চলমান যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয়েই এমএলআরএস ব্যবহার করছে। তবে ইউক্রেনের ব্যবহৃত এমএলআরএস-এর তুলনায় হিমার্স আরও দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এম১৪২ হিমরাস সিস্টেম একটি আধুনিক ও হালকা সিস্টেম। এটি ১৯৭০ এর দশকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ব্যবহার করা এম২৭০ এমএলআরএস এর চেয়ে বেশি চাকাযুক্ত এবং তা পাহাড়ি পথে বেশি চলতে পারে। এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনে যে হিমার্স ওয়াশিংটন পাঠাচ্ছে তার পাল্লা প্রায় ৫০ মাইল (৮০কিমি)। হিমার্স ইউনিট একটি প্রিলোড করা ছয়টি ২২৭ মিলিমিটারের নির্দেশিত ক্ষেপণাস্ত্রের পড বহন করতে পারে (এম২৭০ দুইটি পড বহন করতে পারে)। অথবা একটি বড় পডে আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) বহন করতে পারে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এটিএসিএমএস দেবে না। এর পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার। অল্প কর্মী দিয়ে হিমার্সের খালি হওয়া পড সরিয়ে নতুন পড লোড করতে মাত্র এক মিনিট সময় লাগে। প্রয়োজন হয় না বাড়তি কোনও যন্ত্রের সহায়তা। কর্মীদের শুধু কিছু প্রশিক্ষণের দরকার পড়ে। মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে ইউরোপে হিমার্স ব্যবহার করেছে। এছাড়া ন্যাটো মিত্র পোল্যান্ড ও রোমানিয়া এই সিস্টেম সংগ্রহ করেছে। হিমার্স পেলে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর ওপর অনেক দূর থেকে হামলার সক্ষমতা অর্জন করবে। এর ফলে রাশিয়ার দূরপাল্লার আর্টিলারি থেকেও নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারবে তারা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীকে এম৭৭৭ হাউইটজার ক্ষেপণাস্ত্র দিয়েছে। তবে এগুলোর চেয়ে দ্বিগুণ পাল্লা অতিক্রম করতে পারে জিপিএস-নির্দেশিত হিমার্স। আনুমানিক পাল্লা ৮০ কিলোমিটার হওয়াতে হিমার্সকে রাশিয়ার আর্টিলারির আওতার বাইরে রাখবে। একই সঙ্গে তা রুশ আর্টিলারি ব্যাটারিগুলোকে ঝুঁকিতে ফেলবে। এটি রাশিয়ান সরবরাহ ডিপোকেও হুমকির মধ্যে ফেলে দিতে পারে। পশ্চিমারা এমনিতে ধারণা করছে, রুশ বাহিনী রসদ সরবরাহ নিয়ে জটিলতায় আছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন হিমার্স ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন দৃশ্যত ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আর্টিলারি গোলাবর্ষণের বিরুদ্ধে লড়াই চালাতে হিমশিম খাচ্ছে। তবে কেউ কেউ বলছেন হিমার্স হঠাৎ করে যুদ্ধের গতি পাল্টে দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘হিমার্স লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে’। সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মার্কিন ‘হিমার্স’ রকেট কি পারবে যুদ্ধের গতি বদলে দিতে?

আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২

আন্তর্জাতিক ডেস্ক ঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণা দিয়েছেন, ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। অত্যাধুনিক এই অস্ত্র ব্যবস্থাটির নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স। এটি মাঝারি পাল্লার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমআলআরএস। এটি ভ্রাম্যমাণ একটি ইউনিট যা একই সঙ্গে একাধিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। চলমান যুদ্ধে ইউক্রেন ও রাশিয়া উভয়েই এমএলআরএস ব্যবহার করছে। তবে ইউক্রেনের ব্যবহৃত এমএলআরএস-এর তুলনায় হিমার্স আরও দূরত্বে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এম১৪২ হিমরাস সিস্টেম একটি আধুনিক ও হালকা সিস্টেম। এটি ১৯৭০ এর দশকে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র বাহিনীর ব্যবহার করা এম২৭০ এমএলআরএস এর চেয়ে বেশি চাকাযুক্ত এবং তা পাহাড়ি পথে বেশি চলতে পারে। এক মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনে যে হিমার্স ওয়াশিংটন পাঠাচ্ছে তার পাল্লা প্রায় ৫০ মাইল (৮০কিমি)। হিমার্স ইউনিট একটি প্রিলোড করা ছয়টি ২২৭ মিলিমিটারের নির্দেশিত ক্ষেপণাস্ত্রের পড বহন করতে পারে (এম২৭০ দুইটি পড বহন করতে পারে)। অথবা একটি বড় পডে আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) বহন করতে পারে। তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এটিএসিএমএস দেবে না। এর পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার। অল্প কর্মী দিয়ে হিমার্সের খালি হওয়া পড সরিয়ে নতুন পড লোড করতে মাত্র এক মিনিট সময় লাগে। প্রয়োজন হয় না বাড়তি কোনও যন্ত্রের সহায়তা। কর্মীদের শুধু কিছু প্রশিক্ষণের দরকার পড়ে। মার্কিন সেনাবাহিনী ইতোমধ্যে ইউরোপে হিমার্স ব্যবহার করেছে। এছাড়া ন্যাটো মিত্র পোল্যান্ড ও রোমানিয়া এই সিস্টেম সংগ্রহ করেছে। হিমার্স পেলে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর ওপর অনেক দূর থেকে হামলার সক্ষমতা অর্জন করবে। এর ফলে রাশিয়ার দূরপাল্লার আর্টিলারি থেকেও নিরাপদ দূরত্বে অবস্থান করতে পারবে তারা। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীকে এম৭৭৭ হাউইটজার ক্ষেপণাস্ত্র দিয়েছে। তবে এগুলোর চেয়ে দ্বিগুণ পাল্লা অতিক্রম করতে পারে জিপিএস-নির্দেশিত হিমার্স। আনুমানিক পাল্লা ৮০ কিলোমিটার হওয়াতে হিমার্সকে রাশিয়ার আর্টিলারির আওতার বাইরে রাখবে। একই সঙ্গে তা রুশ আর্টিলারি ব্যাটারিগুলোকে ঝুঁকিতে ফেলবে। এটি রাশিয়ান সরবরাহ ডিপোকেও হুমকির মধ্যে ফেলে দিতে পারে। পশ্চিমারা এমনিতে ধারণা করছে, রুশ বাহিনী রসদ সরবরাহ নিয়ে জটিলতায় আছে। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন হিমার্স ‘গেম চেঞ্জার’ হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন দৃশ্যত ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার আর্টিলারি গোলাবর্ষণের বিরুদ্ধে লড়াই চালাতে হিমশিম খাচ্ছে। তবে কেউ কেউ বলছেন হিমার্স হঠাৎ করে যুদ্ধের গতি পাল্টে দিতে পারবে না। যুক্তরাষ্ট্রের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ‘হিমার্স লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে’। সূত্র: দ্য গার্ডিয়ান