ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মার্কিন সামাজিক নিরাপত্তা সংস্থা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

  • আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

ক্যালিফোর্নিয়াতে মার্কিন সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রবেশদ্বার -ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যক্রম বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান লিল্যান্ড ডুডেক। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে ওই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালত পক্ষ থেকে রায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে জানিয়ে এক বিবৃতিতে ডুডেক বলেছেন, সংস্থাটি বন্ধ করা হচ্ছে না।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি ব্যয় কমানোর জন্য উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। ধনকুবের ইলন মাস্ককে এই কাজে সহায়তার জন্য দায়িত্ব দিয়েছেন। তাদের দাবি, সামাজিক নিরাপত্তার নামে ব্যাপক জালিয়াতি হয়েছে। তাই, জালিয়াতদের শনাক্ত করতে মাস্কের নেতৃত্বাধীন সরকারি সক্ষমতা বিভাগকে (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) সামাজিক নিরাপত্তা সংস্থার তথ্যভাণ্ডারে স্বাধীন প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন।

গত বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক এলেন লিপটন হল্যান্ডার রায় দেন যে, মাস্কের কর্মীরা ব্যক্তিগত তথ্যে অবাধ প্রবেশাধিকার পাচ্ছেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। তিনি নির্দেশ দেন, ডুডেক ও মাস্কের সংস্থার মধ্যে এখন থেকে বিস্তারিত তথ্য শেয়ার করা যাবে না।

এই রায়ের পর মার্কিন সংবাদমাধ্যমে ডুডেক বলেন, তার নিজ সংস্থার কর্মীদের জন্যও এখন থেকে তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। এতে কার্যত সংস্থাটি বন্ধ হয়ে যেতে পারে।

তবে বিচারক হল্যান্ডার তার এই বক্তব্য শুক্রবার খারিজ করে দেন। তিনি বলেছেন, তার রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নাগরিকের নাম ও সামাজিক নিরাপত্তা নম্বর মুছে ফেলা হয়েছে, এমন নথিতে মাস্কের কর্মীদের প্রবেশাধিকার থাকবে। আর ডুডেকের সংস্থার কর্মীরা যেকোনও নথিতে সম্পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছেন।

এদিকে, সামাজিক নিরাপত্তা প্রশাসন নিয়ে ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির প্রবীণ জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রের লাখ লাখ বৃদ্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তিকে সহায়তা করে থাকে সংস্থা।

স্থানীয় সামাজিক নিরাপত্তা কার্যালয়ের কার্যক্রম বন্ধ হওয়ার প্রতিবাদে নিউ ইয়র্কের একটি পার্কিং লটে বিক্ষোভ করেছেন শতাধিক ব্যক্তি। সেখানে অবসরপ্রাপ্ত মার্কিনি, শ্রমিক ইউনিয়ন সদস্য এবং অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই এলাকার কংগ্রেস প্রতিনিধি জর্জ ল্যাটিমার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মার্কিন সামাজিক নিরাপত্তা সংস্থা বন্ধের সিদ্ধান্ত স্থগিত

আপডেট সময় : ০৬:৫৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যক্রম বন্ধ করা হচ্ছে না বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান লিল্যান্ড ডুডেক। আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে ওই সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আদালত পক্ষ থেকে রায়ের ব্যাখ্যা দেওয়া হয়েছে জানিয়ে এক বিবৃতিতে ডুডেক বলেছেন, সংস্থাটি বন্ধ করা হচ্ছে না।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে সরকারি ব্যয় কমানোর জন্য উঠেপড়ে লেগেছেন ট্রাম্প। ধনকুবের ইলন মাস্ককে এই কাজে সহায়তার জন্য দায়িত্ব দিয়েছেন। তাদের দাবি, সামাজিক নিরাপত্তার নামে ব্যাপক জালিয়াতি হয়েছে। তাই, জালিয়াতদের শনাক্ত করতে মাস্কের নেতৃত্বাধীন সরকারি সক্ষমতা বিভাগকে (ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি বা ডোজে) সামাজিক নিরাপত্তা সংস্থার তথ্যভাণ্ডারে স্বাধীন প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন।

গত বৃহস্পতিবার মার্কিন জেলা বিচারক এলেন লিপটন হল্যান্ডার রায় দেন যে, মাস্কের কর্মীরা ব্যক্তিগত তথ্যে অবাধ প্রবেশাধিকার পাচ্ছেন। এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে। তিনি নির্দেশ দেন, ডুডেক ও মাস্কের সংস্থার মধ্যে এখন থেকে বিস্তারিত তথ্য শেয়ার করা যাবে না।

এই রায়ের পর মার্কিন সংবাদমাধ্যমে ডুডেক বলেন, তার নিজ সংস্থার কর্মীদের জন্যও এখন থেকে তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার সীমাবদ্ধ হয়ে যাবে। এতে কার্যত সংস্থাটি বন্ধ হয়ে যেতে পারে।

তবে বিচারক হল্যান্ডার তার এই বক্তব্য শুক্রবার খারিজ করে দেন। তিনি বলেছেন, তার রায়ে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, নাগরিকের নাম ও সামাজিক নিরাপত্তা নম্বর মুছে ফেলা হয়েছে, এমন নথিতে মাস্কের কর্মীদের প্রবেশাধিকার থাকবে। আর ডুডেকের সংস্থার কর্মীরা যেকোনও নথিতে সম্পূর্ণ প্রবেশাধিকার পাচ্ছেন।

এদিকে, সামাজিক নিরাপত্তা প্রশাসন নিয়ে ট্রাম্পের বিভিন্ন পদক্ষেপে উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশটির প্রবীণ জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রের লাখ লাখ বৃদ্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তিকে সহায়তা করে থাকে সংস্থা।

স্থানীয় সামাজিক নিরাপত্তা কার্যালয়ের কার্যক্রম বন্ধ হওয়ার প্রতিবাদে নিউ ইয়র্কের একটি পার্কিং লটে বিক্ষোভ করেছেন শতাধিক ব্যক্তি। সেখানে অবসরপ্রাপ্ত মার্কিনি, শ্রমিক ইউনিয়ন সদস্য এবং অন্যান্য রাজনীতিবিদদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই এলাকার কংগ্রেস প্রতিনিধি জর্জ ল্যাটিমার।