ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়ছে। এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে। এরআগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানিয়েছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গনাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ‘ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা। তবে জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী ভিসার ক্ষেত্রে ফিলিস্তিনি মিশন যে ছাড় পেতো সেটি পাবেন তারা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নাও পারেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেছেন, “ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।”

তিনি আরও বলেন, “শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে, তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে, যা ফলপ্রসূ নয়।”

সূত্র: সিএনএন, নিউইয়র্ক পোস্ট

ওআ/আপ্র/৩০/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের ওপর নৃশংস হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার মুখে ফিলিস্তিনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১২:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এত করে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তার যোগদান অনিশ্চিত হয়ে পড়ছে। এবারের অধিবেশনে ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কিছু দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেবে। এরআগে ফিলিস্তিনি প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞার ব্যবস্থা করছে মার্কিনিরা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৯ আগস্ট) এক ঘোষণায় জানিয়েছে মাহমুদ আব্বাসের ফিলিস্তিন অথরিটি (পিএ) এবং ফিলিস্তিন লিবারেশন অর্গনাইজেশনের (পিএলও) কর্মকর্তাদের ‘ভিসা প্রত্যাখ্যান ও বাতিল’ করতে যাচ্ছে তারা। তবে জাতিসংঘের সদরদপ্তর চুক্তি অনুযায়ী ভিসার ক্ষেত্রে ফিলিস্তিনি মিশন যে ছাড় পেতো সেটি পাবেন তারা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও দেশটির প্রতিনিধিরা জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নাও পারেন।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি মেমো পেয়েছে। এতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসহ অন্যান্যদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলা হয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা ব্যাপারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগট বলেছেন, “ট্রাম্প প্রশাসন ঘোষণা করছে যে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে মার্কিন আইন অনুযায়ী ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন এবং ফিলিস্তিনি অথরিটির সদস্যদের ভিসা বাতিল এবং প্রত্যাখ্যান করা হবে।”

তিনি আরও বলেন, “শান্তি আলোচনায় গুরুতর অংশীদার হিসেবে বিবেচনা করার আগে, তাদের অবশ্যই সন্ত্রাসবাদকে পুরোপুরি প্রত্যাখ্যান করতে হবে এবং একটি কাল্পনিক (ফিলিস্তিন) রাষ্ট্রের একতরফা স্বীকৃতি খোঁজা বন্ধ করতে হবে, যা ফলপ্রসূ নয়।”

সূত্র: সিএনএন, নিউইয়র্ক পোস্ট

ওআ/আপ্র/৩০/০৮/২০২৫