ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে হ্যারিস

  • আপডেট সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প থেকে জনপ্রিয়তায় পাঁচ শতাংশ এগিয়ে গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) এনবিসি নিউজ কর্তৃক প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গণমানুষের কাছে এই প্রথম এত বেশি ইতিবাচক সাড়া পেলেন হয় হ্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষে আছেন ৪৮ শতাংশ মানুষ। জুলাই মাসে এই হার ছিল ৩২ শতাংশ। এনবিসি’র জরিপে এর আগে জনপ্রিয়তার এতবড় উল্লম্ফন দেখা গিয়েছিল ৯/১১ এর পরে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে।
এদিকে, ট্রাম্পের দিকে ইতিবাচক মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। জুলাই মাসে এই হার ছিল ৩৮ শতাংশ। ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই জরিপে লক্ষ্যচ্যুতি ৩ শতাংশের আশেপাশে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। সিবিএস নিউজ পরিচালিত অন্য এক জরিপে, জনপ্রিয়তায় ট্রাম্প থেকে ৪ শতাংশ এগিয়ে আছেন হ্যারিস। ট্রাম্পের ৪৮ শতাংশের বিপরীতে হ্যারিসের পক্ষে রায় দিয়েছেন ৫২ শতাংশ মার্কিনি। এই জরিপে চ্যুতির মাত্রা কমবেশি ২ শতাংশ হতে পারে। রয়টার্স/ইপসোসসহ অন্যান্য জাতীয় পর্যায়ে পরিচালিত জরিপের সঙ্গে এই ফলগুলোর যথেষ্ট সামঞ্জস্য দেখা গেছে। সব জরিপের ফল দেখে আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

 

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

সিরিয়ায় ৭০ বছরে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম নারী গভর্নর

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে হ্যারিস

আপডেট সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

প্রত্যাশা ডেস্ক : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প থেকে জনপ্রিয়তায় পাঁচ শতাংশ এগিয়ে গেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) এনবিসি নিউজ কর্তৃক প্রকাশিত এক জরিপে এই তথ্য পাওয়া গেছে। ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ার পর গণমানুষের কাছে এই প্রথম এত বেশি ইতিবাচক সাড়া পেলেন হয় হ্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক হাজার নিবন্ধিত ভোটারের ওপর চালানো এই জরিপে হ্যারিসের পক্ষে আছেন ৪৮ শতাংশ মানুষ। জুলাই মাসে এই হার ছিল ৩২ শতাংশ। এনবিসি’র জরিপে এর আগে জনপ্রিয়তার এতবড় উল্লম্ফন দেখা গিয়েছিল ৯/১১ এর পরে, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ক্ষেত্রে।
এদিকে, ট্রাম্পের দিকে ইতিবাচক মত দিয়েছেন ৪০ শতাংশ ভোটার। জুলাই মাসে এই হার ছিল ৩৮ শতাংশ। ১৩ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চালানো এই জরিপে লক্ষ্যচ্যুতি ৩ শতাংশের আশেপাশে হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। সিবিএস নিউজ পরিচালিত অন্য এক জরিপে, জনপ্রিয়তায় ট্রাম্প থেকে ৪ শতাংশ এগিয়ে আছেন হ্যারিস। ট্রাম্পের ৪৮ শতাংশের বিপরীতে হ্যারিসের পক্ষে রায় দিয়েছেন ৫২ শতাংশ মার্কিনি। এই জরিপে চ্যুতির মাত্রা কমবেশি ২ শতাংশ হতে পারে। রয়টার্স/ইপসোসসহ অন্যান্য জাতীয় পর্যায়ে পরিচালিত জরিপের সঙ্গে এই ফলগুলোর যথেষ্ট সামঞ্জস্য দেখা গেছে। সব জরিপের ফল দেখে আসন্ন ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।