ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

মার্কিন প্রেসিডেন্টের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ইসরাইলে সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন জানাতে দেশটির সফরে যান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরদিনই এই সফর করছেন তিনি। খবর আলজাজিরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তেল আবিবে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই সফরকালে গত ৭ অক্টোবর হামাসের হামলায় হাতহতের প্রতি সমবেদনা জানাবেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন তিনি। দু’দিনের মধ্যপ্রাচ্য এই সফরে মিশর ও কাতার যাওয়ারও কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। এর আগে, বুধবার (১৮ অক্টোবর) সকালে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহজে করে ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ১২তম দিনে ইসরাইল করেন তিনি। এ সফরে সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ছিল বাইডেনের। কিন্তু গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গাজায় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এ কারণে বাইডেনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠক বাতিল করেন। এছাড়া জর্ডানে সফর করার কথা ছিল বাইডেনের। তবে পূর্বনির্ধারিত সফরটি বাতিল করে জর্ডান।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মার্কিন প্রেসিডেন্টের পর ইসরাইল সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:২৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

বিদেশের খবর ডেস্ক : ইসরাইলে সফরে গেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের প্রতি সমর্থন জানাতে দেশটির সফরে যান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরদিনই এই সফর করছেন তিনি। খবর আলজাজিরা। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে তেল আবিবে পৌঁছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এই সফরকালে গত ৭ অক্টোবর হামাসের হামলায় হাতহতের প্রতি সমবেদনা জানাবেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন তিনি। দু’দিনের মধ্যপ্রাচ্য এই সফরে মিশর ও কাতার যাওয়ারও কথা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের। এর আগে, বুধবার (১৮ অক্টোবর) সকালে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহজে করে ইসরাইলে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর ১২তম দিনে ইসরাইল করেন তিনি। এ সফরে সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করার কথা ছিল বাইডেনের। কিন্তু গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে গাজায় একটি হাসপাতালে ইসরাইলি হামলায় অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হন। এ কারণে বাইডেনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৈঠক বাতিল করেন। এছাড়া জর্ডানে সফর করার কথা ছিল বাইডেনের। তবে পূর্বনির্ধারিত সফরটি বাতিল করে জর্ডান।