আন্তর্জাতিক ডেস্ক : কাতারে অনুষ্ঠানরত সামরিক প্রদর্শনীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র উপস্থিতির ব্যাপারে আমেরিকা যে নেতিবাচক মন্তব্য করেছে তার কড়া জবাব দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে মার্কিন মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, এই অনুষ্ঠানে তার দেশ এবং আইআরজিসি’র অংশগ্রহণ করার সব ধরনের বৈধ অধিকার রয়েছে। গতকাল (রোববার) তিনি আরো বলেন, আন্তর্জাতিক সামরিক প্রদর্শনীতে ইরান সরকারিভাবে অংশগ্রহণ করছে; তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করা মার্কিন সরকারের জন্য অসম্মানের ব্যাপার।