ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা: পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার

  • আপডেট সময় : ০৮:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

এটিএসিএমএস মিসাইলের পাল্লা ৩০০ কিলোমিটার। ছবি: এপি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া মার্কিন-সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৩ জানুয়ারি মার্কিন-নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় ভূখÐ থেকে বেলগোরোদ অঞ্চলে হামলার চেষ্টা চালানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, কিয়েভ সরকারের এ ধরনের পদক্ষেপ, যা পশ্চিমাদের মদদে পরিচালিত হচ্ছে, যথাযথ জবাব দেওয়া হবে।

রাশিয়ার দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো বেলগোরোদ অঞ্চলে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। তবে ঠিক কখন বা কোথায় এসব ধ্বংস করা হয়েছে, তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এটিএসিএমএস মিসাইলের পাল্লা ৩০০ কিলোমিটার, যা ১৯৮০-এর দশকে প্রথম উন্নয়ন করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন। রাশিয়া তখন এই পদক্ষেপকে যুদ্ধের গুরুতর উসকানি হিসেবে উল্লেখ করেছিল। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, বাইডেন শিগগিরই ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা সহায়তার ঘোষণা দেবেন।

অন্যদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইউক্রেনের এই অস্ত্র ব্যবহারের কড়া বিরোধী। তিনি এটিকে সংঘাত বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার একটি হামলায় ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন। একই দিনে সুমি অঞ্চলে রুশ হামলায় দুজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হন।

রুশ বাহিনী ইউক্রেনের পোকরোভস্ক শহরের দক্ষিণ দিক থেকে সরবরাহ পথ কাটার চেষ্টা চালিয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম তিন দিনে রাশিয়া ৩০০টি ড্রোন ও ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বেশিরভাগই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার এই সন্ত্রাসী কার্যক্রম আমাদের এবং আমাদের মিত্রদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন তার শেষ দায়িত্ব পালনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্স সফরে যাচ্ছেন। প্যারিসে তিনি ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের আগে কিয়েভের সঙ্গে সম্পর্ক জোরদারে এটি বাইডেন সরকারের শেষ উদ্যোগ।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের হামলা: পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার

আপডেট সময় : ০৮:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া মার্কিন-সরবরাহকৃত আটটি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় পাল্টা প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ৩ জানুয়ারি মার্কিন-নির্মিত এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় ভূখÐ থেকে বেলগোরোদ অঞ্চলে হামলার চেষ্টা চালানো হয়।

মন্ত্রণালয় আরও জানায়, কিয়েভ সরকারের এ ধরনের পদক্ষেপ, যা পশ্চিমাদের মদদে পরিচালিত হচ্ছে, যথাযথ জবাব দেওয়া হবে।

রাশিয়ার দাবি অনুযায়ী, ক্ষেপণাস্ত্রগুলো বেলগোরোদ অঞ্চলে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়। তবে ঠিক কখন বা কোথায় এসব ধ্বংস করা হয়েছে, তা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। এ বিষয়ে ইউক্রেন এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এটিএসিএমএস মিসাইলের পাল্লা ৩০০ কিলোমিটার, যা ১৯৮০-এর দশকে প্রথম উন্নয়ন করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত বছর ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন। রাশিয়া তখন এই পদক্ষেপকে যুদ্ধের গুরুতর উসকানি হিসেবে উল্লেখ করেছিল। হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, বাইডেন শিগগিরই ইউক্রেনের জন্য নতুন নিরাপত্তা সহায়তার ঘোষণা দেবেন।

অন্যদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইউক্রেনের এই অস্ত্র ব্যবহারের কড়া বিরোধী। তিনি এটিকে সংঘাত বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার একটি হামলায় ৭৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় গভর্নর ওলেগ সিনেগুবভ জানিয়েছেন। একই দিনে সুমি অঞ্চলে রুশ হামলায় দুজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হন।

রুশ বাহিনী ইউক্রেনের পোকরোভস্ক শহরের দক্ষিণ দিক থেকে সরবরাহ পথ কাটার চেষ্টা চালিয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ২০২৫ সালের প্রথম তিন দিনে রাশিয়া ৩০০টি ড্রোন ও ২০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে বেশিরভাগই ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়েছে। জেলেনস্কি বলেন, রাশিয়ার এই সন্ত্রাসী কার্যক্রম আমাদের এবং আমাদের মিত্রদের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয়।

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিøঙ্কেন তার শেষ দায়িত্ব পালনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া, জাপান ও ফ্রান্স সফরে যাচ্ছেন। প্যারিসে তিনি ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপীয় নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের আগে কিয়েভের সঙ্গে সম্পর্ক জোরদারে এটি বাইডেন সরকারের শেষ উদ্যোগ।