ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

মার্কিনের ভূমিকম্প সহায়তা পাবে মিয়ানমার

  • আপডেট সময় : ০৮:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার (২৮ মার্চ) কংগ্রেসকে জানিয়েছে যে, তারা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির প্রায় সমস্ত অবশিষ্ট কর্মীকে বরখাস্ত করবে এবং সংস্থাটি বন্ধ করে দেবে। তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটিকে সহায়তা প্রদান করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী জীবন রক্ষা এবং মার্কিন প্রভাব বাড়াতে সহায়তা করছে ইউএসএআইডি। এছাড়া সংস্থাটি ভূমিকম্প সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। সংস্থায় নিযুক্ত হাজার হাজার ইউএসএআইডি কর্মী এবং ফরেন সার্ভিস কর্মকর্তাদের একটি অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়েছে যে, জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে আইনের অধীনে প্রয়োজনীয় না এমন সব পদের কর্মীদের বরখাস্ত করা হবে।

এছাড়া স্টেট ডিপার্টমেন্টের কংগ্রেসকে পাঠানো একটি নোটিশে বলা হয়েছে, ইউএসএআইডি এর সমস্ত বিশ্বব্যাপী মিশন বন্ধ হবে এবং সংস্থার বাকি কার্যক্রম স্টেট ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত হবে। এই নোটিশটি শুক্রবারই এসেছে, যখন থাইল্যান্ড এবং মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, ভবন ধসে পড়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ইউএসএআইডি ঐতিহাসিকভাবে দুর্যোগ সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন পর্যন্ত কতজন কর্মী বরখাস্ত হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্মী বরখাস্ত এবং তহবিল কাটছাঁট মিয়ানমারে ভূমিকম্পে মার্কিন প্রতিক্রিয়া সীমিত করবে।

ইউএসএআইডির সাবেক কর্মকর্তা এবং রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কনিন্ডিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই পদক্ষেপ বিশ্বে মার্কিন নেতৃত্বের শতাব্দীকাল ধরে চলে আসা দুর্যোগ সহায়তা কার্যক্রমকে একেবারে বিলীন করে ফেলবে। যদিও ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি মিয়ানমারে ভূমিকম্পের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করবে বলে জানিয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিনের ভূমিকম্প সহায়তা পাবে মিয়ানমার

আপডেট সময় : ০৮:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার (২৮ মার্চ) কংগ্রেসকে জানিয়েছে যে, তারা মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির প্রায় সমস্ত অবশিষ্ট কর্মীকে বরখাস্ত করবে এবং সংস্থাটি বন্ধ করে দেবে। তবে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যে, মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর দেশটিকে সহায়তা প্রদান করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ৬০ বছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী জীবন রক্ষা এবং মার্কিন প্রভাব বাড়াতে সহায়তা করছে ইউএসএআইডি। এছাড়া সংস্থাটি ভূমিকম্প সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিল। সংস্থায় নিযুক্ত হাজার হাজার ইউএসএআইডি কর্মী এবং ফরেন সার্ভিস কর্মকর্তাদের একটি অভ্যন্তরীণ মেমোতে জানানো হয়েছে যে, জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে আইনের অধীনে প্রয়োজনীয় না এমন সব পদের কর্মীদের বরখাস্ত করা হবে।

এছাড়া স্টেট ডিপার্টমেন্টের কংগ্রেসকে পাঠানো একটি নোটিশে বলা হয়েছে, ইউএসএআইডি এর সমস্ত বিশ্বব্যাপী মিশন বন্ধ হবে এবং সংস্থার বাকি কার্যক্রম স্টেট ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত হবে। এই নোটিশটি শুক্রবারই এসেছে, যখন থাইল্যান্ড এবং মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, ভবন ধসে পড়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। ইউএসএআইডি ঐতিহাসিকভাবে দুর্যোগ সহায়তা সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন পর্যন্ত কতজন কর্মী বরখাস্ত হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্মী বরখাস্ত এবং তহবিল কাটছাঁট মিয়ানমারে ভূমিকম্পে মার্কিন প্রতিক্রিয়া সীমিত করবে।

ইউএসএআইডির সাবেক কর্মকর্তা এবং রিফিউজিস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট জেরেমি কনিন্ডিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, এই পদক্ষেপ বিশ্বে মার্কিন নেতৃত্বের শতাব্দীকাল ধরে চলে আসা দুর্যোগ সহায়তা কার্যক্রমকে একেবারে বিলীন করে ফেলবে। যদিও ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি মিয়ানমারে ভূমিকম্পের বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্র তাদেরকে সহায়তা করবে বলে জানিয়েছে।