ক্রীড়া ডেস্ক: বিশ্বখ্যাত মার্কিন রেসলার হাল্ক হোগান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। হাল্ক হোগান- আসল নাম টেরি জিন বোলিয়া, বৃহস্পতিবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ম্যানেজার ক্রিস ভোলো নিশ্চিত করেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এই কিংবদন্তি রেসলার। মৃত্যুর সময় পরিবার তার পাশেই ছিল।
১৯৭৭ সালে পেশাদার কুস্তি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ১৯৮৩ সালে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (বর্তমানে ডব্লিউডব্লিউই) যোগ দিয়েই রাতারাতি সুপারস্টার হয়ে ওঠেন তিনি। স্বর্ণালি লম্বা চুল, আইকনিক মোচ আর ক্যারিশমাটিক উপস্থিতি- সব মিলিয়ে হাল্ক হোগান ছিলেন আমেরিকান রেসলিংয়ের পোস্টার বয়।
আশির দশকে রেসলিং যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। শুধু রিংয়ের মধ্যেই নয়, ভিএইচওয়ান-এ প্রচারিত রিয়েলিটি শো হোগান নোজ বেস্টের (২০০৫-২০০৭) মাধ্যমে সাধারণ দর্শকের কাছেও দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
সম্প্রতি মার্কিন রাজনীতিতেও তিনি ছিলেন আলোচনায়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন হোগান। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘আজ আমি একজন অসাধারণ বন্ধু হারালাম। হাল্ক হোগান ছিলেন ম্যাগা ম্যান- শক্তিশালী, বুদ্ধিমান, আর হৃদয়বান। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে তার দেওয়া বক্তব্য ছিল পুরো অনুষ্ঠানের অন্যতম সেরা মুহূর্ত।’
গত মে মাসে গলা ও জুনে হৃদযন্ত্রের অস্ত্রোপচার হয় হোগানের। এ নিয়ে চিন্তাও বাড়ছিল পরিবার ও ভক্তদের মধ্যে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জরুরি মেডিকেল কলে ফ্লোরিডার ক্লিয়ারওয়াটারে তার বাড়িতে পৌঁছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। পরে ১১টা ১৭ মিনিটে স্থানীয় হাসপাতালে তিনি মারা যান। যদিও পুলিশ জানা, মৃত্যুর পেছনে কোনো সন্দেহজনক কিছু নেই, তবুও আনুষ্ঠানিক তদন্ত হবে।
হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়েছে ডব্লিউডব্লিউই। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, হাল্ক হোগান শুধু ডব্লিউডব্লিউই এর নয়, ৮০-র দশকের পপ কালচারের সবচেয়ে পরিচিত মুখ। তার অবদানে ডব্লিউডব্লিউই বিশ্বজুড়ে পরিচিতি পায়। আমরা তার পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।
হোগান ছয়বার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং আটবার হেডলাইন করেছেন রেসল ম্যানিয়াতে। ২০০৫ সালে ডব্লিউডব্লিউই হল অব ফেমে অন্তর্ভুক্ত হন তিনি। দ্য রক, র্যান্ডি স্যাভেজ, অ্যান্ড্রে দ্য জায়ান্টদের বিপক্ষে হোগানের ম্যাচগুলো আজও রেসলিং ইতিহাসের সেরা মুহূর্ত হিসেবে বিবেচিত।
তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রেসলিংয়ের অন্য কিংবদন্তিরাও। রিক ফ্লেয়ার বলেছেন, আমি বাকরুদ্ধ। হোগান ছিলেন দারুণ প্রতিভাবান, বন্ধু ও একজন অসাধারণ মানুষ। আমার জীবনে ওনার জায়গাটা বিশেষ ছিল। তিনি সবসময় পাশে ছিলেন। আন্ডারটেকারও টুইট করেছেন, রেসলিং বিশ্ব হারাল এক সত্যিকারের কিংবদন্তিকে। তার অবদান অনস্বীকার্য।
আজকের প্রত্যাশা/কেএমএএ