বিনোদন ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে সংগীতশিল্পী জেনস সুমন মারা গেছেন। পারিবারিক সূত্রে এমন খবর নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল ৪টায় মারা যান গুণী এই সংগীতশিল্পী।
‘একটা চাদর হবে’— এই একটি গানই তাকে দেশের ঘরে ঘরে পরিচিত করে তোলে। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের পর একের পর এক শ্রোতাপ্রিয় অ্যালবাম উপহার দেন তিনি ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান।
২০০৮ সালে প্রকাশিত হয় তার সবশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও শ্রোতাদের মনে জায়গা ছিল অটুট।
ওআ/আপ্র/২৮/১১/২০২৫





















