ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে

  • আপডেট সময় : ১২:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পুলিশ রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদে জান্নাত আরা ঝর্নার দায়েরকৃত ধর্ষণ মামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। গতকাল রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ।
এসপি জায়েদুল জানান, ধর্ষণ মামলাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সেই মামলায় জান্নাত আরা ঝর্না যে বক্তব্য দিয়েছেন, আমরা সেই বক্তব্যের ব্যাপারে রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছি এবং সত্যতা পেয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসপি বলেন, কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা নারী নির্যাতন আইনে ধর্ষণ হিসেবে বিবেচ্য হয়। মামুনুল হক বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেও এসব কথা স্বীকার করেছেন, রিমান্ডেও তা স্বীকার করেছেন।
তিনি বলেন, খুব দ্রুত তার দেওয়া বক্তব্য আমরা যাচাই-বাছাই করবো এবং শিগগিরই এই মামলার রিপোর্ট আমরা আদালতে দাখিল করতে পারবো বলে আশাবাদী। বাদী বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদী যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করবো। এসপি জায়েদুল আরও বলেন, নাশকতার মামলাগুলোতে মামুনুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অনেককে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আরও তথ্য আছে, যা যাচাই-বাছাই চলছে। আরও যারা জড়িত আছেন আমরা তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। মামুনুল হকের উস্কানিমূলক বক্তব্যের কারণেই নাশকতার ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মামুনুলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে

আপডেট সময় : ১২:৪৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পুলিশ রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদে জান্নাত আরা ঝর্নার দায়েরকৃত ধর্ষণ মামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম। গতকাল রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ।
এসপি জায়েদুল জানান, ধর্ষণ মামলাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সেই মামলায় জান্নাত আরা ঝর্না যে বক্তব্য দিয়েছেন, আমরা সেই বক্তব্যের ব্যাপারে রিমান্ডে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করেছি এবং সত্যতা পেয়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসপি বলেন, কাউকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা নারী নির্যাতন আইনে ধর্ষণ হিসেবে বিবেচ্য হয়। মামুনুল হক বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসেও এসব কথা স্বীকার করেছেন, রিমান্ডেও তা স্বীকার করেছেন।
তিনি বলেন, খুব দ্রুত তার দেওয়া বক্তব্য আমরা যাচাই-বাছাই করবো এবং শিগগিরই এই মামলার রিপোর্ট আমরা আদালতে দাখিল করতে পারবো বলে আশাবাদী। বাদী বলেছেন, তিনি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চান। আমরা রাষ্ট্রের পক্ষে বাদী যেন ন্যায়বিচার পান তা নিশ্চিত করার চেষ্টা করবো। এসপি জায়েদুল আরও বলেন, নাশকতার মামলাগুলোতে মামুনুল হকের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে অনেককে আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আরও তথ্য আছে, যা যাচাই-বাছাই চলছে। আরও যারা জড়িত আছেন আমরা তাদেরও আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। মামুনুল হকের উস্কানিমূলক বক্তব্যের কারণেই নাশকতার ঘটনা ঘটেছে বলে তিনি স্বীকারোক্তি দিয়েছেন।