বিনোদন ডেস্ক : অবশেষে সন্দেহটাই সত্যি হতে যাচ্ছে। ২১৫ কোটি রুপি অর্থপাচার মামলায় নাম উঠলো বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে। বুধবার (১৭ আগস্ট) এই অভিনেত্রীর নামে অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে ভারতীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অর্থপাচারের মূল হোতা সুকেশ চন্দ্রশেখর। তার সহযোগী হিসেবে উঠে এসেছে জ্যাকুলিনের নাম। তদন্তে উঠে এসেছে, টাকা আর উপহার দিয়েই এই নায়িকাকে হাত করেছিলেন সুকেশ। গড়েছিলেন প্রেমের সম্পর্কও। অতিরিক্ত চার্জশিটে ইডি জানিয়েছেন, জেলবন্দি অভিযুক্ত জালিয়াত সুকেশ চন্দ্রশেখর থেকে লাভবান হয়েছেন জ্যাকুলিন। সুকেশের প্রায় ১০ কোটি রুপি আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি রুপিরও বেশি সম্পত্তি ইতোমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি। গত জুন মাসের শেষে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন সুকেশের কথিত গার্লফ্রেন্ড জ্যাকুলিন।
তখন তাকে গ্রেফতার করা না হলেও তার বিদেশে যাত্রা নিষিদ্ধ করা হয়। তবে শুটিংয়ের কাজে আদালতের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে বিদেশে গিয়েছিলেন এই শ্রীলঙ্কান সুন্দরী। ইডি সূত্রে খবর, সুকেশের থেকে মোট ৫ কোটি ৭১ লাখ রুপির উপহার পেয়েছেন জ্যাকুলিন। এরমধ্যে ছিল ৫২ লাখ রুপির ঘোড়া, ৯ লাখ রুপির একটি পার্সিয়ান বিড়াল। এমনকি জ্যাকুলিনের পরিবারের সদস্যরাও সুকেশের কাছ থেকে একাধিক উপহার পেয়েছেন বলে জানিয়েছে ইডি।
মামলায় জড়িয়ে গেলেন জ্যাকুলিন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ