বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নাকে স্মরণ করলেন চিত্রনায়ক শাকিব খান। অভিনেতা মান্নার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে বৃহস্পতিবার এক ফেইসবুক পোস্টে তাকে ‘চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর’ হিসেবে বর্ণনা করেন শাকিব। তিনি লিখেছেন, “চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন মান্না ভাই। একেবারেই আনপ্যারালাল। তার প্রতিটি কাজে ছিল আলাদা সিগনেচার। ইন্ডাস্ট্রির ভালোর জন্য মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।”
‘আম্মাজান’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন মান্না। নব্বইয়ের দশকের মাঝামাঝি থেকে ঢাকাই চলচ্চিত্র যখন অশ্লীলতায় ডুবতে বসেছিল, তখনও যে কজন শিল্পী চলচ্চিত্রকে এগিয়ে নিয়েছেন, তাদের মধ্যে মান্নার ভূমিকার কথা স্মরণ করেন শাকিব। “অশ্লীলতা যখন চরমে, সমসাময়িক অনেকে চলচ্চিত্র থেকে সরে গিয়েছিলেন; তখনও হাল ছাড়েননি মান্না ভাই। দুঃসময়ে চলচ্চিত্রকে আগলে রেখেছিলেন। সে সময় উপহার দিয়েছেন জনপ্রিয় সব চলচ্চিত্র। দর্শকদের করেছিলেন হলমুখী।” শাকিব খান যখন ঢালিউডে জায়গা পোক্ত করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তখন মান্না তারকা। তার সঙ্গে কয়েকটি সিনেমায় দেখা গেছে শাকিবকে। “ভীষণ মিস করি প্রিয় মান্না ভাইকে। ১৪ বছর দৃশ্যমান না থেকেও মান্না ভাই সবসময় আছেন আমার শ্রদ্ধা ও ভালোবাসার স্থানে।” জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মাত্র ৪৪ বছর বয়সে মারা যান মান্না।
১৯৮৪ সালে এফডিসির নতুন মুখের সন্ধান কার্যক্রমের মাধ্যমে তিনি চলচ্চিত্রে এসেছিলেন। কাজী হায়াৎ পরিচালিত ‘পাগলী’ সিনেমায় ১৯৮৫ সালে তার বড়পর্দায় আবির্ভাব। ১৯৯১ সালে ‘কাশেম মালার প্রেম’ সিনেমা তাকে এনে দেয় সাফল্য। এরপর একের পর এক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন মান্না। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলী চলচ্চিত্র থেকে ‘লুটতরাজ’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’সহ কয়েকটি আলোচিত সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ২০০৩ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বীর সৈনিক’ সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান মান্না। তার শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’ চলতি বছরের মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি দীর্ঘ এক যুগ সেন্সর বোর্ডে আটকে থাকার পর গত বছর সেন্সর সনদ পেয়েছে। এ সিনেমায় মান্নার সহশিল্পী হিসেবে কাজ করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু ও মিশা সওদাগর।
মান্না ভাই ছিলেন চলচ্চিত্রের প্রতিবাদী কণ্ঠস্বর : শাকিব খান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ