ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

মান্নাকে উৎসর্গ করে অনলাইনে ফিল্মি ধাঁচের ‘আম্মাজান’!

  • আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ২৩ বছর আগে ‘আম্মাজান’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত। সিনেমায় মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন শবনম ও মান্না। আজও চলচ্চিত্রটি দর্শক মনে দাগ কেটে আছে। এবার ছোট পর্দার জন্য নির্মিত হলো ‘আম্মাজান’। মাইদুল রাকিবের পরিচালনায় এতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয়। ‘আম্মাজান’ নিয়ে থাকছে একটি গানও।
নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে সোমবার বিকেলে। চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, ফিল্মি ধাঁচের এ নাটকটি মান্না ভাইকে উৎসর্গ করা হয়েছে। গত ঈদে ওটিটি কনটেন্ট ‘৭ নম্বর শুটিং ফ্লোর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেটি ছিল তার ‘কাম ব্যাক’ প্রজেক্ট। এবার ঈদে আম্মাজান দিয়ে আবার নাটকে দুর্দান্ত এক কামব্যাক হলো, এমনটাই মনে করছেন তিনি। ‘আম্মাজান’ নাটকটি সাধারণ ভাবে পর্দায় তুলে আনা হয়েছে উল্লেখ করে জয় বলেন, প্রবাসীরা মা ও ছেলের ভালোবাসা মমতার গল্পে ‘আম্মাজান’ দেখার পর কাঁদবে। একটি গান রাখা হয়েছে মাকে নিয়ে সেটাও স্পর্শ করবে। যারা নাটক দেখে সাধারণ গল্প দেখতে পছন্দ করেন। আম্মাজান খুবই কমন গল্প। মা ও ছেলের ভালোবাসার গল্প। এর আগে সিনেমা হয়েছে এবার নাটক হলো। জয় বলেন, ‘আম্মাজান’ নিয়ে সিনেমা হয়েছে যেমন সত্য, আম্মাজানের প্রতি সবার ভালোবাসা আজীবন থাকবে এটাও সত্য। ‘আম্মাজান’ ছবিতে আম্মাজান চরিত্রটি করেছিলেন শবনম। এবার করলেন মনিরা মিঠু। তিনি বলেন, ‘নাটকটিতে “আম্মাজান” সিনেমার একটা আবহ থাকলেও আম্মাজানের চরিত্রটি ঠিক আমার মতো করেই করেছি। পরিচালক মাইদুল রাকিব জানান, আম্মাজান নামটাই শুধু ব্যবহার করা হয়েছে। মায়ের প্রতি একজন সন্তান কতটা ক্রেজি নতুন করে দেখিয়েছি। মা পাগল ছেলের বিভিন্ন দিক তুলে এনেছি। মা ও ছেলের ভালোবাসার গল্পই হচ্ছে আম্মাজান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মান্নাকে উৎসর্গ করে অনলাইনে ফিল্মি ধাঁচের ‘আম্মাজান’!

আপডেট সময় : ১২:১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

বিনোদন ডেস্ক : ২৩ বছর আগে ‘আম্মাজান’ নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন কিংবদন্তী নির্মাতা কাজী হায়াত। সিনেমায় মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন শবনম ও মান্না। আজও চলচ্চিত্রটি দর্শক মনে দাগ কেটে আছে। এবার ছোট পর্দার জন্য নির্মিত হলো ‘আম্মাজান’। মাইদুল রাকিবের পরিচালনায় এতে মা ও ছেলের ভূমিকায় অভিনয় করেন মনিরা মিঠু ও শাহরিয়ার নাজিম জয়। ‘আম্মাজান’ নিয়ে থাকছে একটি গানও।
নাটকটি ইউটিউবে উন্মুক্ত হয়েছে সোমবার বিকেলে। চ্যানেল আই অনলাইনকে জয় বলেন, ফিল্মি ধাঁচের এ নাটকটি মান্না ভাইকে উৎসর্গ করা হয়েছে। গত ঈদে ওটিটি কনটেন্ট ‘৭ নম্বর শুটিং ফ্লোর’ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শাহরিয়ার নাজিম জয়। সেটি ছিল তার ‘কাম ব্যাক’ প্রজেক্ট। এবার ঈদে আম্মাজান দিয়ে আবার নাটকে দুর্দান্ত এক কামব্যাক হলো, এমনটাই মনে করছেন তিনি। ‘আম্মাজান’ নাটকটি সাধারণ ভাবে পর্দায় তুলে আনা হয়েছে উল্লেখ করে জয় বলেন, প্রবাসীরা মা ও ছেলের ভালোবাসা মমতার গল্পে ‘আম্মাজান’ দেখার পর কাঁদবে। একটি গান রাখা হয়েছে মাকে নিয়ে সেটাও স্পর্শ করবে। যারা নাটক দেখে সাধারণ গল্প দেখতে পছন্দ করেন। আম্মাজান খুবই কমন গল্প। মা ও ছেলের ভালোবাসার গল্প। এর আগে সিনেমা হয়েছে এবার নাটক হলো। জয় বলেন, ‘আম্মাজান’ নিয়ে সিনেমা হয়েছে যেমন সত্য, আম্মাজানের প্রতি সবার ভালোবাসা আজীবন থাকবে এটাও সত্য। ‘আম্মাজান’ ছবিতে আম্মাজান চরিত্রটি করেছিলেন শবনম। এবার করলেন মনিরা মিঠু। তিনি বলেন, ‘নাটকটিতে “আম্মাজান” সিনেমার একটা আবহ থাকলেও আম্মাজানের চরিত্রটি ঠিক আমার মতো করেই করেছি। পরিচালক মাইদুল রাকিব জানান, আম্মাজান নামটাই শুধু ব্যবহার করা হয়েছে। মায়ের প্রতি একজন সন্তান কতটা ক্রেজি নতুন করে দেখিয়েছি। মা পাগল ছেলের বিভিন্ন দিক তুলে এনেছি। মা ও ছেলের ভালোবাসার গল্পই হচ্ছে আম্মাজান।