নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায় না। কয়েকটা চামচা ও সুবিধাভোগী ছাড়া কেউ এ সরকারের পক্ষে কথা বলে না। মানুষ জানে এ সরকার খারাপ।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে গতকাল রোববার আলোচনা সভায় এসব কথা বলেন মাহমুদুর রহমান। শহীদ আসাদ স্মরণে এ সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ।
সভায় প্রধান আলোচকের বক্তব্যে মাহমুদুর রহমান বলেন, মানুষ অতিষ্ঠ। মানুষ বলে, এ সরকার ক্ষমতা থেকে যায় না কেন। এ কারণেই যখন মার্কিন নিষেধাজ্ঞা আসে, তখন মানুষ খুশি হয়। তিনি বলেন, ‘আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। একটা স্বৈরাচার, লুটেরা, দুর্নীতিবাজ, মিথ্যাবাদীদের সরিয়ে দিতে চাই। এর জন্য লড়াই চলবে। ৬৯ স্বপ্ন ছিল, আজ স্বপ্ন নেই। সে সময় স্বপ্ন ছিল সোনার বাংলা হওয়ার মানুষের মনে মনে। আজকের স্বপ্ন নেই। মানুষ আজ সমালোচনা করতে পারে না।’
সভাপতির বক্তব্যে শহীদ আসাদ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, ‘আজকে আমরা যখন আসাদকে স্মরণ করব অত্যন্ত গভীরভাবে, তার মধ্যে মুনাফেকি দ্বিচারিতা থাকতে পারবে না। মনে যেটা থাকবে, বাইরেও সেটা প্রকাশ করতে হবে।’ তিনি বলেন, শহীদ আসাদ আমাদের প্রাণপ্রিয় মানুষ। তিনি শ্রমিক কৃষকের মুক্তির স্বপ্ন দেখতেন। অথচ এখন রাজনৈতিক নেতারা আসাদকে স্মরণ করে একটা মিছিলও করতে চান না।
দেশ একটা অগণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। তিনি বলেন, ‘আমরা আন্দোলন করতে পারছি না। মত প্রকাশ করতে পারছি না। আমরা সরকারকে ভয় পাই। সরকার আমাদের ভয় পায়। এ ভয় বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পার হচ্ছে।’
গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, বাংলাদেশে সরকার অলিখিতভাবে অঘোষিত বাকশাল কায়েম করে ফেলেছে। এ দেশে ভিন্নমতের রাজনীতির জায়গাটি অনেক সংকুচিত। কথা বললে জেলে যেতে হয়, কথা বললে গুম হয়।
নুরুল হক বলেন, সরকার যেভাবে একটা দুর্বৃত্ত ভিসির পক্ষ নিচ্ছে, সরকারের সুবিধাভোগীরা ওই ভিসিদের পক্ষ নিচ্ছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ব্যর্থ ও অপদার্থ। এমন উপাচার্য দিয়ে বিশ্ববিদ্যালয় চলতে পারে না। অনুষ্ঠানে ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক খায়রুল কবির, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
মানুষ জানে এ সরকার খারাপ: মাহমুদুর রহমান
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ