ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

মানুষকে আটকে রেখে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ছয়জন ধরা

  • আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মানুষকে আটকে রেখে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিল একটি চক্র। এভাবে অনেক টাকা হাতিয়ে নেয় চক্রটি। গত সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে আটক করে র‌্যাব-৪। এরপর তাদের অপরাধের বিষয়টি জানতে পারে এলিট ফোর্সটি।
সোমবার রাতে অভিযানের সময় ছয় চাঁদাবাজকে আটকের পাশাপাশি দুই ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব। আটকের সময় ছয়জনের কাছ থেকে নগদ ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্রও উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-মো. আজিজুল হক রাজু, মো. নজরুল ইসলাম, মো. অমিত মোল্লা, মো. শাকিল মাহমুদ, মো. হাসান, মোছা. শিল্পী আক্তার।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব-৪ এর একটি দল রামপুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই ভুক্তভোগীসহ ছয় চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে চাঁদাবাজি করে আসছিল। উদ্ধার হওয়া দুই ভুক্তভোগীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৩ নভেম্বর দুইজন চাকরির খোঁজে ঢাকায় আসেন। গত ১০ নভেম্বর হাতিরঝিল এলাকায় তাদের সঙ্গে চাঁদাবাজদের পরিচয় হয়। একপর্যায়ে একটি মেস থেকে দুইজনকে টানাহেঁচড়া করে রামপুরার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে নারী পাচারকারী বলেন চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তাদের মারধরও করা হয়। ভয়ে দুইজন চাঁদাবাজদের কথামতো বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে ৪৩ হাজার টাকার ব্যবস্থা করেন। এভাবে মানুষকে আটকে রেখে চক্রটি দীর্ঘদিন ধরে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছে র‌্যাব।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মানুষকে আটকে রেখে চাঁদা আদায়, র‌্যাবের হাতে ছয়জন ধরা

আপডেট সময় : ০১:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানুষকে আটকে রেখে দীর্ঘদিন ধরে টাকা আদায় করে আসছিল একটি চক্র। এভাবে অনেক টাকা হাতিয়ে নেয় চক্রটি। গত সোমবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে আটক করে র‌্যাব-৪। এরপর তাদের অপরাধের বিষয়টি জানতে পারে এলিট ফোর্সটি।
সোমবার রাতে অভিযানের সময় ছয় চাঁদাবাজকে আটকের পাশাপাশি দুই ভুক্তভোগীকে উদ্ধার করে র‌্যাব। আটকের সময় ছয়জনের কাছ থেকে নগদ ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্রও উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-মো. আজিজুল হক রাজু, মো. নজরুল ইসলাম, মো. অমিত মোল্লা, মো. শাকিল মাহমুদ, মো. হাসান, মোছা. শিল্পী আক্তার।
গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব-৪ এর একটি দল রামপুরা এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই ভুক্তভোগীসহ ছয় চাঁদাবাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮ হাজার ৪০৫ টাকা, ছয়টি মোবাইল, দুইটি চেকের পাতা, দুইটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরষ্পর যোগসাজশে চাঁদাবাজি করে আসছিল। উদ্ধার হওয়া দুই ভুক্তভোগীদের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত ৩ নভেম্বর দুইজন চাকরির খোঁজে ঢাকায় আসেন। গত ১০ নভেম্বর হাতিরঝিল এলাকায় তাদের সঙ্গে চাঁদাবাজদের পরিচয় হয়। একপর্যায়ে একটি মেস থেকে দুইজনকে টানাহেঁচড়া করে রামপুরার একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাদের কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে নারী পাচারকারী বলেন চালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় তাদের মারধরও করা হয়। ভয়ে দুইজন চাঁদাবাজদের কথামতো বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে ৪৩ হাজার টাকার ব্যবস্থা করেন। এভাবে মানুষকে আটকে রেখে চক্রটি দীর্ঘদিন ধরে বিপুল টাকা হাতিয়ে নিয়েছে বলে জানতে পেরেছে র‌্যাব।