ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জে রস ছাড়াই তৈরি হচ্ছিলো খেজুরের গুড়

  • আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়- ছবি সংগৃহীত

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানাসহ একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিক তার কারখানায় খেজুর গাছের রস ছাড়াই ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোরে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ককেল প্রামাণিক ও তার স্ত্রী পানি, চিনি ও বাইরে থেকে আনা ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি ও ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ কারণে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/৬/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে রস ছাড়াই তৈরি হচ্ছিলো খেজুরের গুড়

আপডেট সময় : ০৩:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬

মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জে খেজুর গাছের রস ছাড়া ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানাসহ একটি কারখানা গুঁড়িয়ে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মোজমপাড়া গ্রামের ককেল প্রামাণিক তার কারখানায় খেজুর গাছের রস ছাড়াই ভেজাল গুড় তৈরি করে বাজারে বিক্রি করছিলেন—এমন অভিযোগের ভিত্তিতে ভোরে কারখানাটিতে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, ককেল প্রামাণিক ও তার স্ত্রী পানি, চিনি ও বাইরে থেকে আনা ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করছেন। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ককেল প্রামাণিকের গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে গিয়ে দেখা যায়, খেজুর গাছের রস ছাড়াই পানি, চিনি ও ঝোলা ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ কারণে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় ভেজাল গুড় তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/৬/১/২০২৬