ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মানিকগঞ্জে একই গোডাউনে কীটনাশক ও খাদ্যবান্ধব চাল

  • আপডেট সময় : ০৭:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

প্রতীকী ছবি

মোঃ আরিফুল ইসলাম (মানিকগঞ্জ প্রতিনিধি) : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আর ডিলারের ক্ষতিকারক কীটনাশক একই গোডাউনে রেখে বিক্রি করছেন মানিকগঞ্জের হরিরামপুরে চালা ইউনিয়নের দিয়াবাড়ি বাজারের ডিলার মোঃ কামরুল ইসলাম। স্বাস্থ্যঝুঁকি নিয়েই সেখানে থেকে চাল কিনছেন ভোক্তারা।

দেখা গেছে, ডিলার কামরুল ইসলাম ক্ষতিকারক বিষ আর চাল একই গোডাউনে রেখে বিক্রি করছেন। এতে এই কীটনাশক থেকে চালের মধ্যে যেকোনো সময় বিষক্রিয়া ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। এর ফলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, নিয়ম অনুযায়ী চাল বিতরণের সময় একজন তদারককারী কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত নেই। এ ব্যাপারে মোঃ কামরুল ইসলাম জানান, ট্যাগ অফিসার সকালে এসেছিলেন, এরপর চলে গেছেন।

অথচ দায়িত্বরত তদারককারী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আজকে যে ওখানে চাল দেবে এ বিষয়ে আমি কোনো কিছু জানি না। ওখানকার ডিলার মোঃ কামরুল ইসলাম আমাকে জানিয়েছেন আরো দুইদিন পরে চাল বিতরণ করবেন।

এ বিষয়ে চালা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল গফ্ফার জানান, ট্যাগ অফিসারকে ছাড়া চাল বিতরণের কোনো নিয়ম নেই, এটা অন্যায়। আর চাল ও কীটনাশক একই গোডাউনে রাখলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানা বলেন, ‘আমি এ বিষয়ে জানতাম না। দ্রুত ওই ডিলারকে ফোন করে চালের গোডাউন থেকে কীটনাশক সরিয়ে নিতে বলছি। আর তদারককারী কর্মকর্তা ছাড়া চাল বিতরণেরও কোনো সুযোগ নেই। আমি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

সানা/ওআ/আপ্র/২১/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মানিকগঞ্জে একই গোডাউনে কীটনাশক ও খাদ্যবান্ধব চাল

আপডেট সময় : ০৭:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মোঃ আরিফুল ইসলাম (মানিকগঞ্জ প্রতিনিধি) : সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আর ডিলারের ক্ষতিকারক কীটনাশক একই গোডাউনে রেখে বিক্রি করছেন মানিকগঞ্জের হরিরামপুরে চালা ইউনিয়নের দিয়াবাড়ি বাজারের ডিলার মোঃ কামরুল ইসলাম। স্বাস্থ্যঝুঁকি নিয়েই সেখানে থেকে চাল কিনছেন ভোক্তারা।

দেখা গেছে, ডিলার কামরুল ইসলাম ক্ষতিকারক বিষ আর চাল একই গোডাউনে রেখে বিক্রি করছেন। এতে এই কীটনাশক থেকে চালের মধ্যে যেকোনো সময় বিষক্রিয়া ঘটতে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। এর ফলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জানা গেছে, নিয়ম অনুযায়ী চাল বিতরণের সময় একজন তদারককারী কর্মকর্তা উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত নেই। এ ব্যাপারে মোঃ কামরুল ইসলাম জানান, ট্যাগ অফিসার সকালে এসেছিলেন, এরপর চলে গেছেন।

অথচ দায়িত্বরত তদারককারী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘আজকে যে ওখানে চাল দেবে এ বিষয়ে আমি কোনো কিছু জানি না। ওখানকার ডিলার মোঃ কামরুল ইসলাম আমাকে জানিয়েছেন আরো দুইদিন পরে চাল বিতরণ করবেন।

এ বিষয়ে চালা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল গফ্ফার জানান, ট্যাগ অফিসারকে ছাড়া চাল বিতরণের কোনো নিয়ম নেই, এটা অন্যায়। আর চাল ও কীটনাশক একই গোডাউনে রাখলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তিনি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাবেয়া সুলতানা বলেন, ‘আমি এ বিষয়ে জানতাম না। দ্রুত ওই ডিলারকে ফোন করে চালের গোডাউন থেকে কীটনাশক সরিয়ে নিতে বলছি। আর তদারককারী কর্মকর্তা ছাড়া চাল বিতরণেরও কোনো সুযোগ নেই। আমি দ্রুত এই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।’

সানা/ওআ/আপ্র/২১/১০/২০২৫