ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে এআই

  • আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধীরে ধীরে এআই প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার শুরু হয়েছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন, এআই মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে।
গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে এআই নিয়ে একটি আলোচনায় অংশ নেন বিল গেটস। সেখানে বর্তমান শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিল গেটস বলেন, শিক্ষার্থীদের জন্য এখন ভালো সময়। এআইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পড়াশোনা সহজলভ্য হচ্ছে।
উল্লেখ্য, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন উদ্ভাবনী পাঠ্যক্রম তৈরির পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণ নিয়েও কাজ করছে। গণিত শিক্ষার উন্নতির জন্য দাতব্য সংস্থাটি ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন বিল গেটস। সূত্র: ইন্ডিয়া টুডে

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে এআই

আপডেট সময় : ১২:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪

প্রত্যাশা ডেস্ক : ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পর থেকে শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার নিয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে বিভিন্ন দেশের বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ধীরে ধীরে এআই প্রযুক্তির বিভিন্ন টুল ব্যবহার শুরু হয়েছে। মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারকে ইতিবাচক উল্লেখ করে বলেছেন, এআই মানসম্পন্ন অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করছে।
গত বছরের ডিসেম্বরে নিউইয়র্কে এআই নিয়ে একটি আলোচনায় অংশ নেন বিল গেটস। সেখানে বর্তমান শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বিল গেটস বলেন, শিক্ষার্থীদের জন্য এখন ভালো সময়। এআইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পড়াশোনা সহজলভ্য হচ্ছে।
উল্লেখ্য, বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন উদ্ভাবনী পাঠ্যক্রম তৈরির পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণ নিয়েও কাজ করছে। গণিত শিক্ষার উন্নতির জন্য দাতব্য সংস্থাটি ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন বিল গেটস। সূত্র: ইন্ডিয়া টুডে