নিজস্ব প্রতিবেদক : দেশের সেরা নিয়োগদাতা ও বৃহত্তম মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ এবার তার কর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ ও বিভিন্ন শিক্ষামূলক কর্মকান্ডের মাধ্যমে আরো বেশি দক্ষ করে তুলতে চালু করেছে ‘বি-একাডেমি’। এই প্রোগ্রামের প্রথম ধাপে আয়োজিত হলো সপ্তাহব্যাপী ‘লার্নিং ফেস্ট’। দায়িত্বশীল করপোরেট প্রতিষ্ঠান হিসেবে মানবসম্পদ উন্নয়নে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। বি-একাডেমির লার্নিং ফেস্ট-এ কর্মীরা ইনোভেশন, প্রেজেন্টেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কমিউনিকেশন, ডেটা এনালিটিকস ইত্যাদি বিষয়ে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ পান দেশ-বিদেশের প্রসিদ্ধ ট্রেইনারদের কাছে থেকে। এর ধারাবাহিকতায় কর্মীদের ক্যারিয়ারে এগিয়ে দিতে প্রাসঙ্গিক আরো বিষয়ে প্রশিক্ষণ ও অন্যান্য শিক্ষামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে। এগুলো যেমন কর্মীদের দক্ষতার সাথে গ্রাহক, চ্যানেল পার্টনার ও স্টেকহোল্ডারদের আরো উন্নত সেবা দেয়ার সুযোগ করে দেবে, তেমনি দেশের ডিজিটাল আর্থিক খাতের ইকোসিস্টেমটিকে আরো মজবুত করতে ভূমিকা রাখবে।