ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

মানবসদৃশ রোবট কথা বলবে, রান্নাও করবে

  • আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নতুন পথে চলেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র ও নরওয়েজিয়ান সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস উদ্ভাবন করেছে সর্বাধুনিক ও মানোন্নত নতুন ধারার মানব আকৃতির (হিউম্যানয়েড) রোবট; যার নাম দেওয়া হয়েছে নিও। বাংলাদেশি অর্থে দাম পড়বে আনুমানিক ২৫ লাখ টাকার কাছাকাছি। অনেকে বলেছেন, দামটা একটু বেশি। কিন্তু নির্মাতারা বলছেন, দাম বেশি। কারণ এতে অনেক বৈচিত্র্যপূর্ণ বিশেষত্ব রয়েছে। এমন মানবসদৃশ রোবট শুধু কাজই করবে, তা নয়; প্রয়োজনে কথা বলবে, রান্না করবে, এমনকি বাজারের ব্যাগ যথাস্থানে পৌঁছে দেবে।

যেভাবে কাজ করবে নিও: মানব আকৃতির রোবট নিও মূলত এআই পরিচালিত গৃহস্থালি কাজে বিশেষভাবে সহায়ক যন্ত্র; যার ওজন ৩০ কেজি। প্রথম ধাপে তৈরি এই রোবট আপাতত ৬৮ কেজি পর্যন্ত ওজন ওঠাতে পারে।

নিওর বৈশিষ্ট্য: একবারে ২৫ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করে অনায়াসে। পোশাকে রয়েছে হালকা রঙের নকশা। পায়ে পরিধেয় জুতা তৈরি করা হয়েছে নকশা অনুসারে।

নীরব সহচর: মানবীয় গুণের যান্ত্রিক এই রোবট চলাচল করলে মেশিনের শব্দ একেবারে হয় না বললেই চলে। সংখ্যাতত্ত্বে মাত্র ২২ ডেসিবল। শব্দের এই পরিমাপ ফ্রিজের চেয়েও কম, অর্থাৎ রোবটটি একেবারে নীরবে ও চুপচাপ কাজে পারদর্শী; যেন নিঃশব্দ সহচর হয়ে ঘরের নির্দেশপূর্ণ কাজ করে দেবে বাড়তি ঝামেলা ছাড়াই।

নতুনত্ব: হিউম্যানয়েড রোবট নিওতে রয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান হাত, যা কাজ করার সময় প্রয়োজনে নড়াচড়া করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ওয়ান এক্সের নিজস্ব টেন্ডন ড্রাইভ অ্যাকচুয়েটর সিস্টেম। ফলে এই রোবট ধীরগতিতে হলেও যতটুকু প্রয়োজন, ততা চলাফেরা করতে পারবে। ব্লুটুথ, ওয়াইফাই ও ফাইভজি সুবিধা নিয়ে কাজ করে নিও। রোবটের বুকে ও পেলভিসে সব মিলিয়ে তিনটি স্পিকার সংযুক্ত রয়েছে; যার সহায়তার এই রোবট ঘরোয়া বিনোদন ডিভাইস হিসেবেও কাজ করে দেয়।

গবেষকরা বলছেন, অনেক আগ্রহী ইতোমধ্যে অর্ডার জমা দিয়েছেন এই রোবট কিনতে। অর্থাৎ, ভবিষ্যতের জন্য এটি বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছে। শুধু গবেষণা, নির্মাণ আর চিকিৎসার জন্য নয়; এআই রোবট ঘরের কাজেও জনপ্রিয় হবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মানবসদৃশ রোবট কথা বলবে, রান্নাও করবে

আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে নতুন পথে চলেছে বিশ্ব। যুক্তরাষ্ট্র ও নরওয়েজিয়ান সংস্থা ওয়ান এক্স টেকনোলজিস উদ্ভাবন করেছে সর্বাধুনিক ও মানোন্নত নতুন ধারার মানব আকৃতির (হিউম্যানয়েড) রোবট; যার নাম দেওয়া হয়েছে নিও। বাংলাদেশি অর্থে দাম পড়বে আনুমানিক ২৫ লাখ টাকার কাছাকাছি। অনেকে বলেছেন, দামটা একটু বেশি। কিন্তু নির্মাতারা বলছেন, দাম বেশি। কারণ এতে অনেক বৈচিত্র্যপূর্ণ বিশেষত্ব রয়েছে। এমন মানবসদৃশ রোবট শুধু কাজই করবে, তা নয়; প্রয়োজনে কথা বলবে, রান্না করবে, এমনকি বাজারের ব্যাগ যথাস্থানে পৌঁছে দেবে।

যেভাবে কাজ করবে নিও: মানব আকৃতির রোবট নিও মূলত এআই পরিচালিত গৃহস্থালি কাজে বিশেষভাবে সহায়ক যন্ত্র; যার ওজন ৩০ কেজি। প্রথম ধাপে তৈরি এই রোবট আপাতত ৬৮ কেজি পর্যন্ত ওজন ওঠাতে পারে।

নিওর বৈশিষ্ট্য: একবারে ২৫ কেজি পর্যন্ত ওজনের জিনিস বহন করে অনায়াসে। পোশাকে রয়েছে হালকা রঙের নকশা। পায়ে পরিধেয় জুতা তৈরি করা হয়েছে নকশা অনুসারে।

নীরব সহচর: মানবীয় গুণের যান্ত্রিক এই রোবট চলাচল করলে মেশিনের শব্দ একেবারে হয় না বললেই চলে। সংখ্যাতত্ত্বে মাত্র ২২ ডেসিবল। শব্দের এই পরিমাপ ফ্রিজের চেয়েও কম, অর্থাৎ রোবটটি একেবারে নীরবে ও চুপচাপ কাজে পারদর্শী; যেন নিঃশব্দ সহচর হয়ে ঘরের নির্দেশপূর্ণ কাজ করে দেবে বাড়তি ঝামেলা ছাড়াই।

নতুনত্ব: হিউম্যানয়েড রোবট নিওতে রয়েছে ২২ ডিগ্রি ঘূর্ণায়মান হাত, যা কাজ করার সময় প্রয়োজনে নড়াচড়া করতে পারে। এতে ব্যবহৃত হয়েছে ওয়ান এক্সের নিজস্ব টেন্ডন ড্রাইভ অ্যাকচুয়েটর সিস্টেম। ফলে এই রোবট ধীরগতিতে হলেও যতটুকু প্রয়োজন, ততা চলাফেরা করতে পারবে। ব্লুটুথ, ওয়াইফাই ও ফাইভজি সুবিধা নিয়ে কাজ করে নিও। রোবটের বুকে ও পেলভিসে সব মিলিয়ে তিনটি স্পিকার সংযুক্ত রয়েছে; যার সহায়তার এই রোবট ঘরোয়া বিনোদন ডিভাইস হিসেবেও কাজ করে দেয়।

গবেষকরা বলছেন, অনেক আগ্রহী ইতোমধ্যে অর্ডার জমা দিয়েছেন এই রোবট কিনতে। অর্থাৎ, ভবিষ্যতের জন্য এটি বড় ধরনের বাণিজ্যিক সম্ভাবনার কথা বলছে। শুধু গবেষণা, নির্মাণ আর চিকিৎসার জন্য নয়; এআই রোবট ঘরের কাজেও জনপ্রিয় হবে।

আজকের প্রত্যাশা/কেএমএএ