নোয়াখালী প্রতিনিধি : ১১-২০তম গ্রেডেভুক্ত কর্মচারীদের বৈষম্যের অবসান, নবম পে-কমিশন গঠন, বেতন-ভাতা বৃদ্ধি, টাইম স্কেল-সিলেকশন গ্রেড পূর্ণবহালসহ ৭ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, সম্মিলিত অধিকার আদায় ফোরাম নোয়াখালী জেলা শাখার সবাপতি আবুল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মনজুরুল আমিন রাসেল ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকরা। আন্দোলনকারীরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারি শিক্ষকদের বেতন নিয়োগবিধি ২০১৯ ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ ভাতাদি পুন:নির্ধারণ করার দাবি জানান।