ঢাকা ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের শফিসহ ৫ জনের রায় কাল

  • আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতন ও লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মো. শফি উদ্দিন মাওলানাসহ পাঁচজনের বিরুদ্ধে রায় জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল আসামিদের রায় ঘোষণার এ তারিখ রাখেন। অপর দুই বিচারপতি হলেন- মো. আবু আহমেদ জমাদার ও কে এম হাফিজুল আলম।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আইনজীবী গাজী এম এইচ তামিম। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।
পাঁচ আসামির মধ্যে শফি উদ্দিন মাওলানা এবং সাব্বির আহমেদ পলাতক রয়েছেন। বাকিরা হলেন- মো. জাহেদ মিয়া ওরফে জাহিদ মিয়া, মো. সালেক মিয়া ওরফে সায়েক মিয়া ও তাজুল ইসলাম ওরফে ফোকন। এর আগে গত ১৭ মে মামলাটির যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।
২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ওই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিলে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুইটি অভিযোগ আনা হয়। এরপর এ মামলার অভিযোগ গঠন হলে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত মে মাসে রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের বলেন, “আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। আমরা অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।”
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, “প্রসিকিউশন পক্ষ থেকে এ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, এ মামলার আসামিরা খালাস পাবেন।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের শফিসহ ৫ জনের রায় কাল

আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় হত্যা-নির্যাতন ও লুটপাটসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মো. শফি উদ্দিন মাওলানাসহ পাঁচজনের বিরুদ্ধে রায় জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যদের ট্রাইব্যুনাল আসামিদের রায় ঘোষণার এ তারিখ রাখেন। অপর দুই বিচারপতি হলেন- মো. আবু আহমেদ জমাদার ও কে এম হাফিজুল আলম।
আদালতে এদিন রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও আইনজীবী গাজী এম এইচ তামিম। আসামিদের বিরুদ্ধে একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানুষ হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের দুটি অভিযোগ আনা হয়েছে।
পাঁচ আসামির মধ্যে শফি উদ্দিন মাওলানা এবং সাব্বির আহমেদ পলাতক রয়েছেন। বাকিরা হলেন- মো. জাহেদ মিয়া ওরফে জাহিদ মিয়া, মো. সালেক মিয়া ওরফে সায়েক মিয়া ও তাজুল ইসলাম ওরফে ফোকন। এর আগে গত ১৭ মে মামলাটির যুক্তিতর্ক শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।
২০১৮ সালের ২১ মার্চ এ মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে ওই তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দিলে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে দুইটি অভিযোগ আনা হয়। এরপর এ মামলার অভিযোগ গঠন হলে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত মে মাসে রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন সাংবাদিকদের বলেন, “আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। আমরা অভিযোগগুলো প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশা করছি আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে।”
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী এম এইচ তামিম বলেন, “প্রসিকিউশন পক্ষ থেকে এ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, এ মামলার আসামিরা খালাস পাবেন।”