দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষায় এবার পাসের হার ৯৪ দশমিক ৮০, যা ‘বোর্ডের ইতিহাসে সবচেয়ে বেশি’। পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এবং আরও বিভিন্ন দিকে অগ্রগতি হয়েছে বলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানিয়েছেন। তিনি বলেন, এবার এ বোর্ডে রংপুর বিভাগের আট জেলা থেকে এক লাখ ৯৩ হাজার ৪১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের মধ্যে পাস করেছে এক লাখ ৮৩ হাজার ৩৬২ জন। “দুই হাজার ৬৭৪টি স্কুলের মধ্যে একজনও পাস করেনি এবার এমন স্কুল নেই একটিও। শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা এবার ৪৯৩টি। গত বছর এই সংখ্যা ছিল ১২২। বিগত চার বছরে এ বোর্ডে শতভাগ পাস করা স্কুলের সংখ্যা ছিল দুইশর কম।” তোফাজ্জুর রহমান বলেন, এবার জিপিএ- ৫ পেয়েছে ১৭ হাজার ৫৭৮ জন। গত বছর ছিল ১২ হাজার ৮৬ জন। এ বোর্ডে গত সাত বছরে এটিই সর্বোচ্চ জিপিএ-৫ প্রাপ্তি। “গত বছর পাসের হার ছিল ৮২.৭৩ শতাংশ। এবার পাসের হার ৯৪ দশমিক ৮০, যা বোর্ডের ইতিহাসে