ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

মাদ্রিদের কষ্ট ভুলে ওল্ড ট্র্যাফোর্ডে বাজিমাত করতে চায় আতলেতিকো

  • আপডেট সময় : ১২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দারুণ ফুটবল খেলেও জিততে না পারার হতাশা আছে। একই সঙ্গে আছে কিছু প্রাপ্তির অনুভূতিও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজের আঙিনায় দাপুটে পারফরম্যান্সে যোগ হয়েছে ফিরতি লেগে ভালো করার আত্মবিশ্বাস। আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের বিশ্বাস, মাদ্রিদের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করা গেলে ওল্ড ট্র্যাফোর্ডে উড়বে তার দলের বিজয় নিশান। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। সপ্তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় আতলেতিকো। বদলি নেমে ৮০তম মিনিটে সমতা টানেন এন্থনি এলেঙ্গা। চলতি মৌসুম থেকে নকআউট পর্বে বাতিল করা হয়েছে অ্যাওয়ে গোলের নিয়ম। এই কারণেই ঘরের মাটিতে জয় না পেলেও চূড়ান্ত ফলাফলে এর বড় প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সিমেওনের।
“গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুধুমাত্র ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়। আজকের ম্যাচ থেকে অনেক কিছুই আমাদের (পরের লেগে) পুনরাবৃত্তি করতে হবে। অনেক ইতিবাচক দিক আছে। দেখে মনে হতে পারে তারা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। মনে হচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে আবার গোড়া থেকেই শুরু হবে।” ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা আতলেতিকো প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি। এই অর্ধে ইউনাইটেড শটই নিতে পারে স্রেফ দুটি। এলেঙ্গার করা গোলটিই ছিল ম্যাচে লক্ষ্যে ইউনাইটেডের প্রথম শট। ৮৭তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের বাম পায়ের দারুণ শট ক্রসবারে না লাগলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়ত মাদ্রিদের দলটি। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি সিমেওনের কণ্ঠে। “সম্মিলিতভাবে কাজ করা, চাপ ধরে রাখা, রক্ষণাত্মক খেলার মতো ভালো বিষয়গুলো… আমরা যেভাবে খেলেছি, তা আমার ভালো লেগেছে। দলের খেলায় আমি খুবই সন্তুষ্ট।” আগামী ১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদের কষ্ট ভুলে ওল্ড ট্র্যাফোর্ডে বাজিমাত করতে চায় আতলেতিকো

আপডেট সময় : ১২:১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : দারুণ ফুটবল খেলেও জিততে না পারার হতাশা আছে। একই সঙ্গে আছে কিছু প্রাপ্তির অনুভূতিও। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজের আঙিনায় দাপুটে পারফরম্যান্সে যোগ হয়েছে ফিরতি লেগে ভালো করার আত্মবিশ্বাস। আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনের বিশ্বাস, মাদ্রিদের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করা গেলে ওল্ড ট্র্যাফোর্ডে উড়বে তার দলের বিজয় নিশান। ওয়ান্দা মেত্রোপলিতানোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। সপ্তম মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে এগিয়ে যায় আতলেতিকো। বদলি নেমে ৮০তম মিনিটে সমতা টানেন এন্থনি এলেঙ্গা। চলতি মৌসুম থেকে নকআউট পর্বে বাতিল করা হয়েছে অ্যাওয়ে গোলের নিয়ম। এই কারণেই ঘরের মাটিতে জয় না পেলেও চূড়ান্ত ফলাফলে এর বড় প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সিমেওনের।
“গ্রুপ পর্ব শেষ হওয়ার পর শুধুমাত্র ড্র দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব নয়। আজকের ম্যাচ থেকে অনেক কিছুই আমাদের (পরের লেগে) পুনরাবৃত্তি করতে হবে। অনেক ইতিবাচক দিক আছে। দেখে মনে হতে পারে তারা সুবিধাজনক অবস্থানে আছে, কিন্তু কিছুই পরিবর্তন হয়নি। মনে হচ্ছে, ওল্ড ট্র্যাফোর্ডে আবার গোড়া থেকেই শুরু হবে।” ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেলা আতলেতিকো প্রথমার্ধে গোলের জন্য আটটি শট নিয়ে লক্ষ্যে রাখে একটি। এই অর্ধে ইউনাইটেড শটই নিতে পারে স্রেফ দুটি। এলেঙ্গার করা গোলটিই ছিল ম্যাচে লক্ষ্যে ইউনাইটেডের প্রথম শট। ৮৭তম মিনিটে অঁতোয়ান গ্রিজমানের বাম পায়ের দারুণ শট ক্রসবারে না লাগলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়ত মাদ্রিদের দলটি। সামগ্রিকভাবে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি সিমেওনের কণ্ঠে। “সম্মিলিতভাবে কাজ করা, চাপ ধরে রাখা, রক্ষণাত্মক খেলার মতো ভালো বিষয়গুলো… আমরা যেভাবে খেলেছি, তা আমার ভালো লেগেছে। দলের খেলায় আমি খুবই সন্তুষ্ট।” আগামী ১৫ মার্চ ওল্ড ট্র্যাফোর্ডে হবে দ্বিতীয় লেগ।