ক্যাম্পাস ও ক্যরিয়ার ডেস্ক: ৫ আগস্টের পর মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ডিপুটেশনে আসা শিক্ষা ক্যাডারের সবাইকে সরিয়ে দেওয়া হয়। এর মধ্যে সম্প্রতি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রকাশনা নিয়ন্ত্রকসহ আটটি পদে নতুন আটজনকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে তাদের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন– রেজিস্ট্রার পদে ফরিদপুরের কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুছ ছাত্তার মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক পদে সরকারি কবি নজরুল কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, প্রকাশনা নিয়ন্ত্রক পদে মাউশির বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও গণিতের অধ্যাপক এফ এম শাকিবুল্লাহ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সংযুক্ত কর্মকর্তা
আরবি বিষয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মহাতাব হোসেন, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) পদে পিরোজপুরের স্বরূপকাঠি সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. আব্দুর রশিদ, উপ-মাদ্রাসা পরিদর্শক-২ পদে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরবি ও ইসলামি শিক্ষার অধ্যাপক শরীফ মোহাম্মদ ইউনুস, উপ-রেজিস্ট্রার (কমন) পদে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. জিয়াউর রহমান এবং কারিকুলাম বিশেষজ্ঞ পদে সরকারি মাদ্রাসা-ই আলিয়া, ঢাকার আরবি ও ইসলামি শিক্ষার সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ।