ক্রীড়া ডেস্ক: নারী ফুটবলে অবদান রাখার দারুণ এক সম্মাননা পেয়েছেন ম্যারি ইয়ারপস। বিশ্ববিখ্যাত মাদাম তুসো জাদুঘরে জায়গা হয়েছে এই ইংলিশ গোলরক্ষকের মোমের মূর্তির। জাদুঘরটিতে এতদিন ছিল না কোনো নারী ফুটবলারের মূর্তি। সেই অপেক্ষার অবসান হলো এবার। ইতিহাস গড়ে সেখানে জায়গা করে নিল ইয়ারপসের মূর্তি। বিখ্যাত ব্যক্তিদের মোমের মূর্তি বানিয়ে সংরক্ষণ করার জন্য বিখ্যাত মাদাম তুসো জাদুঘর। তাদের নিউ নিয়র্ক শাখায় আছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির মূর্তি। এছাড়া আরও অনেক শাখায় আছে বিশ্বের তারকা ফুটবলারদের মূর্তি। লন্ডনের মাদাম তুসো জাদুঘরে কোন নারী তারকা ফুটবলারের মূর্তি রাখা হবে তার জন্য একটি পাবলিক ভোটের আয়োজন করা হয়। সেখানে বিপুল ভোটে জেতেন ইয়ারপস। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে এক বছরের বেশি সময় ধরে কাজ করে আসছিল তারা। অবশেষে রোববার আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় ইংল্যান্ডের সবুজ রঙের জার্সি গায়ে এক হাতে বল নিয়ে দাঁড়িয়ে থাকা ইয়ারপসের মূর্তিটি। ২০২২ নারী ইউরো জয়ে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন ইয়ারপস। গত মে মাসে মেম্বার অব দা অর্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার (এমবিই) স্বীকৃতি পান তিনি। ২০২৩ নারী বিশ্বকাপে ইংল্যান্ডের ফাইনাল খেলার পথে বড় অবদান রাখেন ইয়ারপস। কিন্তু শিরোপার স্বাদ পাননি পিএসজির এই ফুটবলার। ইংলিশদের কাঁদিয়ে ১-০ গোলের জয়ে ট্রফি ঘরে তোলে স্পেনের মেয়েরা।


























