ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

মাদরাসায়ও ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান চলবে

  • আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রমজানে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাশাপাশি দেশের মাদরাসা ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ২৬ এপ্রিল পর্যন্ত এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান অব্যাহত রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সোমবারের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পাঠদান কার‌্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার‌্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসা ২৬এপ্রিল পর‌্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো। এরআগে আলাদা প্রজ্ঞাপনে রমজান মাসে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান করার নির্দেশনা দেয়া হয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চালু রাখার বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। সেই হিসাবে ২২ অথবা ২৩ রমজান পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চলবে। এরআগে গত ১৯মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদরাসায়ও ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান চলবে

আপডেট সময় : ০২:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : রমজানে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের পাশাপাশি দেশের মাদরাসা ও কারিগরি সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ২৬ এপ্রিল পর্যন্ত এসব প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান অব্যাহত রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা সোমবারের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপনের বিষয়টি জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন পাঠদান কার‌্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার‌্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে এ বিভাগের আওতাধীন কারিগরি ও মাদরাসা ২৬এপ্রিল পর‌্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হলো। এরআগে আলাদা প্রজ্ঞাপনে রমজান মাসে স্কুল-কলেজ ২৬ এপ্রিল পর্যন্ত পাঠদান করার নির্দেশনা দেয়া হয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের চালু রাখার বিষয়ে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩ বা ৪ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। সেই হিসাবে ২২ অথবা ২৩ রমজান পর্যন্ত স্কুল-কলেজে শিক্ষা কার্যক্রম চলবে। এরআগে গত ১৯মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ রমজান পর্যন্ত পাঠদান চলবে বলে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।