ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

মাদক পাচারের জন্য ডুবন্ত ড্রোন

  • আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মরক্কো থেকে সমুদ্রপথে মাদক পাচারের উদ্দেশ্যে নির্মিত তিনটি ডুবন্ত ড্রোন জব্দ করেছে স্পেনের পুলিশ। চালকবিহীন এসব ড্রোন সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে। খবর বিবিসির।
১৪ মাসের তদন্তের অংশ হিসেবে কাদিজ, মালাগা ও বার্সেলোনা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এর মানে এসব যান নির্মাণ এবং সেগুলোকে ইউরোপজুড়ে মাদক পাচারকারীদের সরবরাহে জড়িত একটি চক্র তাঁরা ভেঙে দিতে পেরেছেন। স্প্যানিশ পুলিশ বলছে, নাবিক ছাড়াই চালানো সম্ভব এই প্রথম তাঁরা এমন ডুবোযানের হদিস পেলেন। এক বিবৃতিতে পুলিশ বলেছে, এসব যান মাদক পাচারকারীদের দূর নিয়ন্ত্রিতভাবেই বিপুল মাদক জিব্রাল্টার প্রণালিজুড়ে পরিবহনের সুযোগ করে দিতে পারত। জিব্রাল্টার হলো সমুদ্রের সংকীর্ণ একটি অংশ, যা মরক্কোকে স্পেন থেকে আলাদা করেছে। জব্দ হওয়া তিনটি ডুবো যানের মধ্যে একটি পুরোপুরি নির্মিত হয়েছে। বাকি দুটি এখনো নির্মাণাধীন। কোকেন পাচারে ফ্রান্সের একটি চক্রকে সরবরাহ করার উদ্দেশ্যে এই দুটি ডুবোযান নির্মাণ করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।
কর্মকর্তারা ১৪ কেজি হাশিশ, ৮ কেজি গাঁজা, ১ লাখ ৫৭ হাজার ৩০০ ইউরো এবং ৬টি বড় আকারের ড্রোনও জব্দ করেছেন। জিপিএস নেভিগেশন সিস্টেম যুক্ত করার মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে ইন্টারনেট ডিভাইস ব্যবহারের মাধ্যমে এসব যান মাদক পাচারকারীরা সম্ভবত পরিচালনা করতে পারত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবা–ছেলেও রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁদের একজন হেলিকপ্টারের অভিজ্ঞ পাইলট। এ ধরনের অত্যাধুনিক যান নির্মাণে তাঁর কারিগরি জ্ঞান আছে। কর্মকর্তারা দাবি করেছেন, বিশেষ করে মাদক পরিবহনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আকাশ, স্থল ও নৌযান নির্মাণে চক্রটি দক্ষ। চক্রটি এসব যান ডেনমার্ক, ইতালি ও ফ্রান্স ও স্পেনের অপরাধী চক্রগুলোকে সরবরাহ করে থাকে বলে অভিযোগ করছেন তাঁরা। তদন্তকারী ব্যক্তিরা এই প্রথম মাদক পরিবহনের উদ্দেশ্যে তৈরি ডুবো যানের হদিস পেল। এই বছরের শুরুর দিকে মধ্য আমেরিকার পথে থাকা চার টন কোকেইনসহ একটি সেমি–সাবমারসিবল (আধা ভাসমান দেখতে) নৌযান আটক করে কলম্বিয়ার নৌবাহিনী। মরক্কোর নিকটবর্তী হওয়ায় ইউরোপে মাদক প্রবেশের মূল পয়েন্টে পরিণত হয়েছে স্পেন। মরক্কো গাঁজা উৎপাদনকারী প্রধান দেশগুলোর একটি। এ ছাড়া দক্ষিণ আমেরিকার সাবেক উপনিবেশগুলোর সঙ্গেও স্পেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বের বেশির ভাগ কোকেইন এই মহাদেশে উৎপাদিত হয়। ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে ১৫ কিলোমিটারের জিব্রাল্টার প্রণালি। বিশেষ করে এই পথটি মাদক পাচারকারীদের প্রিয়। এই পথে স্পিডবোট ব্যবহার করে গাঁজা পাচারের অভিযোগে গত বছরের এপ্রিলে ১০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাদক পাচারের জন্য ডুবন্ত ড্রোন

আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

প্রত্যাশা ডেস্ক : মরক্কো থেকে সমুদ্রপথে মাদক পাচারের উদ্দেশ্যে নির্মিত তিনটি ডুবন্ত ড্রোন জব্দ করেছে স্পেনের পুলিশ। চালকবিহীন এসব ড্রোন সর্বোচ্চ ২০০ কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারে। খবর বিবিসির।
১৪ মাসের তদন্তের অংশ হিসেবে কাদিজ, মালাগা ও বার্সেলোনা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, এর মানে এসব যান নির্মাণ এবং সেগুলোকে ইউরোপজুড়ে মাদক পাচারকারীদের সরবরাহে জড়িত একটি চক্র তাঁরা ভেঙে দিতে পেরেছেন। স্প্যানিশ পুলিশ বলছে, নাবিক ছাড়াই চালানো সম্ভব এই প্রথম তাঁরা এমন ডুবোযানের হদিস পেলেন। এক বিবৃতিতে পুলিশ বলেছে, এসব যান মাদক পাচারকারীদের দূর নিয়ন্ত্রিতভাবেই বিপুল মাদক জিব্রাল্টার প্রণালিজুড়ে পরিবহনের সুযোগ করে দিতে পারত। জিব্রাল্টার হলো সমুদ্রের সংকীর্ণ একটি অংশ, যা মরক্কোকে স্পেন থেকে আলাদা করেছে। জব্দ হওয়া তিনটি ডুবো যানের মধ্যে একটি পুরোপুরি নির্মিত হয়েছে। বাকি দুটি এখনো নির্মাণাধীন। কোকেন পাচারে ফ্রান্সের একটি চক্রকে সরবরাহ করার উদ্দেশ্যে এই দুটি ডুবোযান নির্মাণ করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে।
কর্মকর্তারা ১৪ কেজি হাশিশ, ৮ কেজি গাঁজা, ১ লাখ ৫৭ হাজার ৩০০ ইউরো এবং ৬টি বড় আকারের ড্রোনও জব্দ করেছেন। জিপিএস নেভিগেশন সিস্টেম যুক্ত করার মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে ইন্টারনেট ডিভাইস ব্যবহারের মাধ্যমে এসব যান মাদক পাচারকারীরা সম্ভবত পরিচালনা করতে পারত। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবা–ছেলেও রয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁদের একজন হেলিকপ্টারের অভিজ্ঞ পাইলট। এ ধরনের অত্যাধুনিক যান নির্মাণে তাঁর কারিগরি জ্ঞান আছে। কর্মকর্তারা দাবি করেছেন, বিশেষ করে মাদক পরিবহনের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আকাশ, স্থল ও নৌযান নির্মাণে চক্রটি দক্ষ। চক্রটি এসব যান ডেনমার্ক, ইতালি ও ফ্রান্স ও স্পেনের অপরাধী চক্রগুলোকে সরবরাহ করে থাকে বলে অভিযোগ করছেন তাঁরা। তদন্তকারী ব্যক্তিরা এই প্রথম মাদক পরিবহনের উদ্দেশ্যে তৈরি ডুবো যানের হদিস পেল। এই বছরের শুরুর দিকে মধ্য আমেরিকার পথে থাকা চার টন কোকেইনসহ একটি সেমি–সাবমারসিবল (আধা ভাসমান দেখতে) নৌযান আটক করে কলম্বিয়ার নৌবাহিনী। মরক্কোর নিকটবর্তী হওয়ায় ইউরোপে মাদক প্রবেশের মূল পয়েন্টে পরিণত হয়েছে স্পেন। মরক্কো গাঁজা উৎপাদনকারী প্রধান দেশগুলোর একটি। এ ছাড়া দক্ষিণ আমেরিকার সাবেক উপনিবেশগুলোর সঙ্গেও স্পেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিশ্বের বেশির ভাগ কোকেইন এই মহাদেশে উৎপাদিত হয়। ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে ১৫ কিলোমিটারের জিব্রাল্টার প্রণালি। বিশেষ করে এই পথটি মাদক পাচারকারীদের প্রিয়। এই পথে স্পিডবোট ব্যবহার করে গাঁজা পাচারের অভিযোগে গত বছরের এপ্রিলে ১০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।