ঢাকা ১২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

মাদকের ডিলার মা-মেয়েসহ ৪ নারী গ্রেফতার, ২১০ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া, এ চক্রের অন্যতম সদস্য নাঈম নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার কলেম্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)।

সোমবার দুপুরে র‍্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাজীপুরের একটি বাসায় মাদক ব্যবসায়ীরা গাঁজা মজুদ করেছে। চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করি। এ সময় ব্যবসার সঙ্গে জড়িত মা-মেয়ে ও চারজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাঈম নামে আরেক ব্যবসায়ী পলাতক রয়েছেন। মাদক ব্যবসায়ী এসব নারী সদস্যদের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাঈমের স্ত্রী।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের বর্ডার এলাকা থেকে গাঁজা মজুদ করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দিত তারা। মাদক মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করত। গ্রেফতার হওয়া এসব নারীদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

পলাতক নাঈমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। আর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাদকের ডিলার মা-মেয়েসহ ৪ নারী গ্রেফতার, ২১০ কেজি গাঁজা উদ্ধার

আপডেট সময় : ০৫:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল মেশিন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া, এ চক্রের অন্যতম সদস্য নাঈম নামে আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানার কলেম্বর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সুফিয়া বেগম (৩৭), রোজিনা বেগম (২৭), সাহিদা বেগম (২০) ও ফারজিনা বেগম (২০)।

সোমবার দুপুরে র‍্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই গাজীপুরের একটি বাসায় মাদক ব্যবসায়ীরা গাঁজা মজুদ করেছে। চারতলা বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ওই বাসা থেকে ২১০ কেজি গাঁজা ও গাঁজা মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন উদ্ধার করি। এ সময় ব্যবসার সঙ্গে জড়িত মা-মেয়ে ও চারজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নাঈম নামে আরেক ব্যবসায়ী পলাতক রয়েছেন। মাদক ব্যবসায়ী এসব নারী সদস্যদের মধ্যে দুজন সম্পর্কে মা-মেয়ে। আরেকজন পলাতক আসামি নাঈমের স্ত্রী।

আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, কুমিল্লা, ফেনী ও উত্তরবঙ্গের বর্ডার এলাকা থেকে গাঁজা মজুদ করে তা খুচরা ব্যবসায়ীদের কাছে বিভিন্নভাবে পাঠিয়ে দিত তারা। মাদক মাপার জন্য ডিজিটাল স্কেল মেশিন ব্যবহার করত। গ্রেফতার হওয়া এসব নারীদের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।

পলাতক নাঈমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। আর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

এসি/আপ্র/২৯/০৯/২০২৫