মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জে সিংগাইর উপজেলার আলীনগর এলাকা থেকে ৫০ লাখ টাকার মাদকসহ হামেদা বেগম (২৯) ও তার সহযোগীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- সিংগাইর উপজেলার গারাদিয়া গ্রামের মোন্নাফ হোসেনের স্ত্রী হামেদা বেগম ও সহযোগী সদর উপজেলার মিতরা গ্রামের আব্দুল খালেকের ছেলে জসিম উদ্দিন (৩২)। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, হামেদা বেগম (২৯) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। মাদকসহ একাধিবার তিনি পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। সোমবার রাত সোয়া ১২টার দিকে হামেদা বেগমের বাড়িতে অভিযান চালানো হয়।