ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
জুলাই আন্দোলনে আহত

মাথায় গুলিবিদ্ধের আট মাস পর চলে গেল কিশোরটি

  • আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মো. আশিকুর রহমান হৃদয় -ফাইল ছবি

প্রত্যাশা ডেস্ক: জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে গুলিবিদ্ধ পটুয়াখালীর মো. আশিকুর রহমান হৃদয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হওয়ার আট মাস পর শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছরের এই কিশোর মারা যায়।

হৃদয় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, হৃদয়কে মুমূর্ষু অবস্থায় দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। বিকালে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করত। জুলাই আন্দোলনে সে অংশ নেয়। ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় তার মাথায় গুলি লাগে। তখন সে লুকিয়ে চিকিৎসা নেয়। ৫ আগস্টের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়। তখন চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করে। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেনি হৃদয়। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুক পেরেছি ততটুক চেষ্টা করেছি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকত।

হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। প্রচুর ব্যথা হত। প্রায়ই জ্বর উঠত। কেউ আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জুলাই আন্দোলনে আহত

মাথায় গুলিবিদ্ধের আট মাস পর চলে গেল কিশোরটি

আপডেট সময় : ০৮:২০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫

প্রত্যাশা ডেস্ক: জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় রাজধানীতে গুলিবিদ্ধ পটুয়াখালীর মো. আশিকুর রহমান হৃদয় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হওয়ার আট মাস পর শুক্রবার (৪ এপ্রিল) বিকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ বছরের এই কিশোর মারা যায়।

হৃদয় উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের পশ্চিম যৌতা গ্রামের রিকশাচালক আনসার হাওলাদারের ছেলে। বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রউফ সাংবাদিকদের বলেন, হৃদয়কে মুমূর্ষু অবস্থায় দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি। বিকালে তার মৃত্যু হয়।

পরিবার জানায়, হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করত। জুলাই আন্দোলনে সে অংশ নেয়। ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় তার মাথায় গুলি লাগে। তখন সে লুকিয়ে চিকিৎসা নেয়। ৫ আগস্টের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে হৃদয়কে চিকিৎসা দেওয়া হয়। তখন চিকিৎসকরা তার মাথা থেকে দুটি গুলি বের করে। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি। এতে পুরোপুরি সুস্থ হতে পারেনি হৃদয়। হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন, ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটা গরু বিক্রি করে সেই টাকা দিয়ে যতটুক পেরেছি ততটুক চেষ্টা করেছি। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকত।

হৃদয়ের বড় ভাই মো. সোহাগ ইসলাম আনিস বলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয়। প্রচুর ব্যথা হত। প্রায়ই জ্বর উঠত। কেউ আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে।