ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

মাথায় আঘাত পেয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ইয়াসির

  • আপডেট সময় : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ৯৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : অভিষেক রাঙাতে গিয়েও ভাগ্য সহায় হলো না ইয়াসির আলী রাব্বির। মাথায় আঘাত পেয়ে অপরাজিত থেকেই ছাড়তে হয় মাঠ। হাসপাতালে স্ক্যান করার পর অবশ্য গুরুতর কিছু ধরা পড়েনি এই ব্যাটারের। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। বিসিবি মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, স্ক্যানে কিছু ধরা না পড়লেও হাসপাতালেই সতর্কতামূলকভাবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রাব্বিকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির শর্ট রাব্বির হেলমেটে আঘাত করে ৩০তম ওভারে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবু পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রাব্বির কনকাশন সাব হিসেবে মাঠেও নামিয়ে দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। যিনি ব্যাট করতে নেমে ১৫ রান যোগ করে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাথায় আঘাত পেয়ে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে ইয়াসির

আপডেট সময় : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : অভিষেক রাঙাতে গিয়েও ভাগ্য সহায় হলো না ইয়াসির আলী রাব্বির। মাথায় আঘাত পেয়ে অপরাজিত থেকেই ছাড়তে হয় মাঠ। হাসপাতালে স্ক্যান করার পর অবশ্য গুরুতর কিছু ধরা পড়েনি এই ব্যাটারের। তবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন তিনি। বিসিবি মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, স্ক্যানে কিছু ধরা না পড়লেও হাসপাতালেই সতর্কতামূলকভাবে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে রাব্বিকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদির শর্ট রাব্বির হেলমেটে আঘাত করে ৩০তম ওভারে। দ্রুতগতির বলে চোট পেয়েছিলেন বোঝা যাচ্ছিল। তবু পরের সাত বল ক্রিজেই ছিলেন তিনি। কিন্তু মাথার যন্ত্রণায় আর টিকতে না পেরে শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। রাব্বির কনকাশন সাব হিসেবে মাঠেও নামিয়ে দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। যিনি ব্যাট করতে নেমে ১৫ রান যোগ করে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে অলআউট হয়ে পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।