ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

মাত্র ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ

  • আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) এমন একটি স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন, যা দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ শনাক্ত করা যাবে। এর মধ্য দিয়ে হৃদ্রোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তাঁরা জানিয়েছেন, এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে। এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক কংগ্রেসে হাজারো চিকিৎসকের সামনে নতুন স্টেথোস্কোপ উদ্ভাবন-সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা রোগীদের জন্য খুব জরুরি। দ্রুত হৃদ্রোগ শনাক্ত করা গেলে বেশি পরিমাণ মানুষের জীবন বাঁচানো যাবে এবং জটিল হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে। নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, এই স্টেথোস্কোপের মাধ্যমে হার্ট ফেইলিউর শনাক্ত করার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক হার্টবিট এবং হার্ট ভালভ রোগ শনাক্তের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে তিন ও দ্বিগুণ।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডা. প্যাট্রিক বেশটিগার বলেন, ‘২০০ বছর ধরে স্টেথোস্কোপের নকশায় কোনো পরিবর্তন আসেনি। তাই এখন স্মার্ট স্টেথোস্কোপ ব্যবহার করে মাত্র ১৫ সেকেন্ডে কেউ হৃদ্রোগে ভুগছেন কি না বা কারও হার্ট ভালভে সমস্যা আছে কি না, তা জানতে পারাটা সত্যিই অবিশ্বাস্য।’ বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে। আর আলোচিত এআই-সম্পন্ন স্টেথোস্কোপটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি ইকো হেলথ। এর আকার তাসের একটি কার্ডের সমান। এই স্মার্ট স্টেথোস্কোপ দিয়ে দ্রুত কয়েক ধরনের হৃদ্রোগ শনাক্ত করা গেলেও এর কিছু ঝুঁকিও আছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই স্টেথোস্কোপ এখন পর্যন্ত সুস্থ মানুষের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য উপযোগী নয়। বরং যাঁদের হৃদ্রোগের উপসর্গ আছে, তাঁদের জন্যই এটি কার্যকর। তবে নতুন স্টেথোস্কোপের ইতিবাচক দিকই বেশি। গবেষক মিহির কেলশিকার বলেন, ‘মারাত্মক পর্যায়ে পৌঁছানোর পরই অধিকাংশ রোগীর হার্ট ফেইলিউর শনাক্ত হয়। এআই স্টেথোস্কোপ সেই চিত্র পাল্টে দিতে পারে।’

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সোনিয়া বাবু-নারায়ণ মনে করেন, ‘আগেভাগে রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যাবে। ফলে রোগীরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

মাত্র ১৫ সেকেন্ডে হৃদরোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ

আপডেট সময় : ০৮:২৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) এমন একটি স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন, যা দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্রোগ শনাক্ত করা যাবে। এর মধ্য দিয়ে হৃদ্রোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তাঁরা জানিয়েছেন, এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে। এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক কংগ্রেসে হাজারো চিকিৎসকের সামনে নতুন স্টেথোস্কোপ উদ্ভাবন-সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা রোগীদের জন্য খুব জরুরি। দ্রুত হৃদ্রোগ শনাক্ত করা গেলে বেশি পরিমাণ মানুষের জীবন বাঁচানো যাবে এবং জটিল হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে। নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য যুক্তরাজ্যের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, এই স্টেথোস্কোপের মাধ্যমে হার্ট ফেইলিউর শনাক্ত করার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক হার্টবিট এবং হার্ট ভালভ রোগ শনাক্তের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে তিন ও দ্বিগুণ।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডা. প্যাট্রিক বেশটিগার বলেন, ‘২০০ বছর ধরে স্টেথোস্কোপের নকশায় কোনো পরিবর্তন আসেনি। তাই এখন স্মার্ট স্টেথোস্কোপ ব্যবহার করে মাত্র ১৫ সেকেন্ডে কেউ হৃদ্রোগে ভুগছেন কি না বা কারও হার্ট ভালভে সমস্যা আছে কি না, তা জানতে পারাটা সত্যিই অবিশ্বাস্য।’ বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে। আর আলোচিত এআই-সম্পন্ন স্টেথোস্কোপটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি ইকো হেলথ। এর আকার তাসের একটি কার্ডের সমান। এই স্মার্ট স্টেথোস্কোপ দিয়ে দ্রুত কয়েক ধরনের হৃদ্রোগ শনাক্ত করা গেলেও এর কিছু ঝুঁকিও আছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই স্টেথোস্কোপ এখন পর্যন্ত সুস্থ মানুষের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য উপযোগী নয়। বরং যাঁদের হৃদ্রোগের উপসর্গ আছে, তাঁদের জন্যই এটি কার্যকর। তবে নতুন স্টেথোস্কোপের ইতিবাচক দিকই বেশি। গবেষক মিহির কেলশিকার বলেন, ‘মারাত্মক পর্যায়ে পৌঁছানোর পরই অধিকাংশ রোগীর হার্ট ফেইলিউর শনাক্ত হয়। এআই স্টেথোস্কোপ সেই চিত্র পাল্টে দিতে পারে।’

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সোনিয়া বাবু-নারায়ণ মনে করেন, ‘আগেভাগে রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যাবে। ফলে রোগীরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।’

আজকের প্রত্যাশা/কেএমএএ