ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

মাতৃত্ব যে পরিবর্তন এনেছে আলিয়ার জীবনে

  • আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : মা হওয়ার এক মাসের মাথায় বলিউড নায়িকা আলিয়া ভাট অনুভব করছেন ‘মাতৃত্ব’ তার দৃষ্টিভঙ্গি ‘বদলে’ দিয়েছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বাঁক বদলের নানা কথা তুলে ধরেছেন আলিয়া। তিনি বলেন, “মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।” গত ৬ নভেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের একটি হাসাপাতালে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কোনো ভূমিকা রাখবে? আলিয়া সাক্ষাৎকারে বলেন, “আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে কি না, তা আমি এখনও জানি না। তবে মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে।” আলিয়া মনে করছেন, আগের চেয়ে তার মন ও মনন আরও ‘প্রসারিত’ হয়েছে। এখন তার জীবন কোন দিকে বাঁক নেবে, তা দেখার জন্য তিনি বেশ উত্তেজনাও অনুভব করছেন। ২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। চলতি বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। আলিয়াকে এ বছর সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবাতে’ অভিনয় করতে দেখা গেছে। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করে আলোচিত হন আলিয়া। এ ছাড়া তিনি ‘ডার্লিংস’এ প্রযোজনা এবং অভিনয়ও করেছেন, যা নেটফ্লিক্সে বেশ ভালো চলেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাতৃত্ব যে পরিবর্তন এনেছে আলিয়ার জীবনে

আপডেট সময় : ০২:১৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : মা হওয়ার এক মাসের মাথায় বলিউড নায়িকা আলিয়া ভাট অনুভব করছেন ‘মাতৃত্ব’ তার দৃষ্টিভঙ্গি ‘বদলে’ দিয়েছে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বাঁক বদলের নানা কথা তুলে ধরেছেন আলিয়া। তিনি বলেন, “মাত্র তিন সপ্তাহের মধ্যে মাতৃত্ব আমাকে অনেকটাই বদলে দিয়েছে।” গত ৬ নভেম্বর কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। মুম্বাইয়ের একটি হাসাপাতালে অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক নিয়মে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া।
আগামী দিনে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে মাতৃত্ব কোনো ভূমিকা রাখবে? আলিয়া সাক্ষাৎকারে বলেন, “আমি যেভাবে কোনো চরিত্র নির্বাচন করি, তার উপর আমার মা হওয়ার বিষয়টা কেমন প্রভাব ফেলবে কি না, তা আমি এখনও জানি না। তবে মাতৃত্ব জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গিকে অনেকাংশে বদলে দিয়েছে।” আলিয়া মনে করছেন, আগের চেয়ে তার মন ও মনন আরও ‘প্রসারিত’ হয়েছে। এখন তার জীবন কোন দিকে বাঁক নেবে, তা দেখার জন্য তিনি বেশ উত্তেজনাও অনুভব করছেন। ২০১৮ সাল থেকে রণবীর-আলিয়ার বন্ধুত্ব, সেই থেকে প্রেম। চলতি বছরের এপ্রিলেই বিয়ে সারেন আলোচিত এই জুটি। আলিয়াকে এ বছর সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ এবং অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবাতে’ অভিনয় করতে দেখা গেছে। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমায় যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করে আলোচিত হন আলিয়া। এ ছাড়া তিনি ‘ডার্লিংস’এ প্রযোজনা এবং অভিনয়ও করেছেন, যা নেটফ্লিক্সে বেশ ভালো চলেছে।