ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার- ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ১২৭ জনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মাঠ পর্যায়ের ১২৭ জন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত থাকবেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন এবং পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করবেন। পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ের আনার যে চেষ্টা, সে বিষয়ে আইজিপি প্রধান উপদেষ্টাকে জানাবেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ক্রাইম নিয়ে পারসেপশন এবং ফ্যাক্টসের মধ্যে যে ব্যবধান আছে, অনেক সময় আমরা ধরে নিচ্ছি যে, ক্রাইম বেশি কিন্তু আসলে ফ্যাক্টস এবং ফিগার অন্য কথা বলে। উনি এই বিষয়টিও ব্যাখ্যা করবেন।’

তিনি আরো বলেন, ‘এছাড়া মাঠ পর্যায়ের পুলিশের ৬ জন কর্মকর্তা ছয়টি ফোকাল পয়েন্টে কথা বলবেন। এর মধ্যে পুলিশের লজিস্টিক্স, আবাসন, শিল্প পুলিশের কাজ আছে। এটা একটি বিশেষ সভা। এর আগে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। আগামীকাল এই সভায় প্রধান উপদেষ্টা পুলিশকে দিক নির্দেশনা দেবেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচনে দেরি হলে জঙ্গি ও উগ্রপন্থিরাও সুযোগ নেবে: ফখরুল

মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাসহ ১২৭ জনের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। পুলিশের এসপি পদমর্যাদার কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মাঠ পর্যায়ের ১২৭ জন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে উপস্থিত থাকবেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সারা দেশের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সোমবার প্রধান উপদেষ্টা এসব কর্মকর্তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা শুনবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই সভায় পুলিশের আইজিপি স্বাগত বক্তব্য রাখবেন এবং পুলিশের পক্ষ থেকে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো ব্যাখ্যা করবেন। পাশাপাশি পুলিশের মনোবল ফিরিয়ের আনার যে চেষ্টা, সে বিষয়ে আইজিপি প্রধান উপদেষ্টাকে জানাবেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘ক্রাইম নিয়ে পারসেপশন এবং ফ্যাক্টসের মধ্যে যে ব্যবধান আছে, অনেক সময় আমরা ধরে নিচ্ছি যে, ক্রাইম বেশি কিন্তু আসলে ফ্যাক্টস এবং ফিগার অন্য কথা বলে। উনি এই বিষয়টিও ব্যাখ্যা করবেন।’

তিনি আরো বলেন, ‘এছাড়া মাঠ পর্যায়ের পুলিশের ৬ জন কর্মকর্তা ছয়টি ফোকাল পয়েন্টে কথা বলবেন। এর মধ্যে পুলিশের লজিস্টিক্স, আবাসন, শিল্প পুলিশের কাজ আছে। এটা একটি বিশেষ সভা। এর আগে এই ধরনের সভা অনুষ্ঠিত হয়নি। আগামীকাল এই সভায় প্রধান উপদেষ্টা পুলিশকে দিক নির্দেশনা দেবেন।