ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

মাঠে ফিরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেইমারের সান্তোস

  • আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। গতকাল শুক্রবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবুও শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস।

ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এখান থেকে বের হতে হলে সব খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে।

৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো জানি না।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

প্রধান উপদেষ্টা হতাশ-ক্ষুব্ধ, ‘পদত্যাগ’ নিয়ে আলোচনা

মাঠে ফিরেই টুর্নামেন্ট থেকে বিদায় নেইমারের সান্তোস

আপডেট সময় : ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ক্রীড়া ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমার চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় লেগে সিআরবির বিপক্ষে মাঠে ফেরেন তিনি। গতকাল শুক্রবার (২৩ মে) সকালে অনুষ্ঠিত ম্যাচে বেঞ্চে থেকে শুরু করলেও দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মাঠে নামান সান্তোস কোচ ক্লেবার হাভিয়ার। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি মোটেও সুখকর হয়নি নেইমারের জন্য। প্রথম লেগে ১-১ গোলে ড্র হওয়ার পর দ্বিতীয় লেগও শেষ হয় গোলশূন্য ড্রয়ে। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। যদিও টাইব্রেকারে প্রথম শটে গোল করেন নেইমার, তবুও শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস।

ম্যাচ শেষে হতাশ নেইমার বলেন, জানি, আমি মাঠে নামলে পরিস্থিতি ভিন্ন হয়। ২০ বা ২৫ মিনিটেই পার্থক্য গড়ে দিতে পারি। কিন্তু সবকিছু শুধু আমার ওপর নির্ভর করতে পারে না। সবাই জানে আমরা কী অবস্থায় আছি এবং এখান থেকে বের হতে হলে সব খেলোয়াড়কে দায়িত্ব নিতে হবে।

৩০ জুন সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো জানি না।

আজকের প্রত্যাশা/কেএমএএ