টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদী তীর কেটে মাটি লুট করার অপরাধে চার মাটি লুটেরার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহনা ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।
জানা গেছে, রাতের আঁধারে মাটি লুটেরার দল সদরের বংশাই নদীর ত্রিমোহনা এলাকায় ও পাকুল্যা এলাকার লৌহজং নদীর তীর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ড্রামট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।
এসময় নদী তীর থেকে অবৈধভাবে মাটিকাটার সময় গোড়াইল গ্রামের এবাদত হোসেন ও জামুর্কী গ্রামের রাজু মিয়া, কুড়ালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও চুকুরিয়া গ্রামর রিপন ভুইয়াকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম জানিয়েছেন।