ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

মাটি লুট করায় ২ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদী তীর কেটে মাটি লুট করার অপরাধে চার মাটি লুটেরার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহনা ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।

জানা গেছে, রাতের আঁধারে মাটি লুটেরার দল সদরের বংশাই নদীর ত্রিমোহনা এলাকায় ও পাকুল্যা এলাকার লৌহজং নদীর তীর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ড্রামট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

এসময় নদী তীর থেকে অবৈধভাবে মাটিকাটার সময় গোড়াইল গ্রামের এবাদত হোসেন ও জামুর্কী গ্রামের রাজু মিয়া, কুড়ালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও চুকুরিয়া গ্রামর রিপন ভুইয়াকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম জানিয়েছেন।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাটি লুট করায় ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদী তীর কেটে মাটি লুট করার অপরাধে চার মাটি লুটেরার কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহনা ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম।

জানা গেছে, রাতের আঁধারে মাটি লুটেরার দল সদরের বংশাই নদীর ত্রিমোহনা এলাকায় ও পাকুল্যা এলাকার লৌহজং নদীর তীর থেকে খননযন্ত্র দিয়ে অবৈধভাবে মাটি কেটে ড্রামট্রাকে বোঝাই করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

এসময় নদী তীর থেকে অবৈধভাবে মাটিকাটার সময় গোড়াইল গ্রামের এবাদত হোসেন ও জামুর্কী গ্রামের রাজু মিয়া, কুড়ালিয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ও চুকুরিয়া গ্রামর রিপন ভুইয়াকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম জানিয়েছেন।