নড়াইল সংবাদদাতা : নড়াইল-মাগুরা সড়কে মাটিটানা গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার নড়াইল-মাগুরা মহাসড়কের হবখালী ইউনিয়নের কাগজীপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- লোহাগড়া উপজেলার মিঠাপুর গ্রামের নবীর শেখের ছেলে মোটরসাইকেল আরোহী বাদশা শেখ (৪৫) ও একই গ্রামের সবুর শেখের ছেলে আরোহী কাফিল শেখ (২২)। আহত মাটিটানা গাড়ির চালক রজব আলীকে হাসপাতালে নেওয়ার পথে তিনি পালিয়ে যান। জানা যায়, নড়াইল সদর হতে মোটরসাইকেলে নলদী মিঠাপুরের দিকে যাচ্ছিলেন বাদশা। মহাসড়কের কাগজীপাড়া এলাকার কামরুজ্জামানের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত মাটিটানা গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে বাদশা নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী কাফিল শেখকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মাটিটানা গাড়িচালক আহত রজব আলী দুর্ঘটনার পর আহত অবস্থায় পালিয়ে যায়।