ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

মাঝ আকাশে ১৮৫ আরোহী নিয়ে উড়োজাহাজে আগুন

  • আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২
  • ১৫৬ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ১৮৫ জন আরোহী ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
গতকাল রোববার স্পাইস জেটের উড়োজাহাজে ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশে হঠাৎ পাখির আঘাত লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় অ্যারোপ্লেনটি। এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানায়, উড়োজাহাজে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করানো হয়। সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের উড়োজাহাজের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন’।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাঝ আকাশে ১৮৫ আরোহী নিয়ে উড়োজাহাজে আগুন

আপডেট সময় : ১১:৫৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২

প্রত্যাশা ডেস্ক : মাঝ আকাশে দিল্লিগামী স্পাইস জেটের একটি যাত্রীবাহী উড়োজাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। এতে ১৮৫ জন আরোহী ছিলেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুন লাগার পরপরই দ্রুত অবতরণ করায় ক্রুসহ যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
গতকাল রোববার স্পাইস জেটের উড়োজাহাজে ক্রুসহ ১৮৫ আরোহী নিয়ে পাটনা থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। মাঝ আকাশে হঠাৎ পাখির আঘাত লাগলে বাঁ পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, বিহারের পাটনায় দ্রুত নিরাপদে অবতরণ করানো হয় অ্যারোপ্লেনটি। এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ সূত্র জানায়, উড়োজাহাজে একটি পাখির আঘাত লাগে। এমন ঘটনার কারণে প্রায়ই ইঞ্জিনে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে পাইলট ইঞ্জিন বন্ধ করে নিরাপদে অবতরণ করানো হয়। সূত্রের খবর, টেক-অফের পরই এসজি৭২৫ মডেলের উড়োজাহাজের ডানায় প্রথমে আগুন দেখতে পান স্থানীয়রা। তারপরই বিমানবন্দরে খবর দেওয়া হয়। পাটনার কর্মকর্তা চন্দ্রশেখর সিং বলেন, ‘উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করেছে। সবাই নিরাপদে আছেন’।