ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা

  • আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে চলছিল বিমান। এমন সময় মাঝ আকাশেই ওই বিমানের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। এতে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। ওই সময় তারা চিৎকারও করতে থাকেন। তবে কেবিন ক্রু ও অন্যরা মিলে ওই ব্যক্তিকে আটকাতে সমর্থ হন। এরপর ফ্লাইটের বাকিটা সময় তার দুই হাত পেছন থেকে বেঁধে রাখা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইট ৭০১ এ ঘটে এ ঘটনা।

বিমানটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল। যখন বিমানে এই বিশঙ্খলা চলছিল। তখন এটি আটলান্টিক মহাসাগরের ওপরে ছিল। একজন যাত্রী জানিয়েছেন, ওই যাত্রী হঠাৎ করে তার আসন থেকে লাফ দিয়ে ওঠে দাঁড়ান এবং বিমানের দরজা টানাটানি শুরু করেন। ওই সময় অন্য যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। আর কয়েকজন কেবিন ক্রুদের সঙ্গে ওই যাত্রীকে নিবৃত করতে যান। প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রী প্রথমে অদ্ভুত আচরণ করছিলেন। এছাড়া চিৎকার করে পাশের যাত্রীকে বিরক্ত করছিলেন।

তখন তাকে অন্য একটি আসনে বসানো হয়। এর কিছুক্ষণ পর তিনি নিজ আসন থেকে ওঠে গিয়ে বিমানের দরজা খুলতে যান। ওই সময় তাকে বাধা দিতে গিয়ে এক ক্রু আহত হন। তিনি এতটাই আহত হয়েছেন যে তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সূত্র: গালফ নিউজ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা

আপডেট সময় : ০৭:৫৪:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫

বিদেশের খবর ডেস্ক : ৩৫ হাজার ফুট উঁচু দিয়ে চলছিল বিমান। এমন সময় মাঝ আকাশেই ওই বিমানের জরুরি বহির্গমন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। এতে আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা। ওই সময় তারা চিৎকারও করতে থাকেন। তবে কেবিন ক্রু ও অন্যরা মিলে ওই ব্যক্তিকে আটকাতে সমর্থ হন। এরপর ফ্লাইটের বাকিটা সময় তার দুই হাত পেছন থেকে বেঁধে রাখা হয়। গত ২৮ ফেব্রুয়ারি প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের ফ্লাইট ৭০১ এ ঘটে এ ঘটনা।

বিমানটি স্পেনের মাদ্রিদ থেকে ভেনেজুয়েলার বারাজাস বিমানবন্দরে যাচ্ছিল। যখন বিমানে এই বিশঙ্খলা চলছিল। তখন এটি আটলান্টিক মহাসাগরের ওপরে ছিল। একজন যাত্রী জানিয়েছেন, ওই যাত্রী হঠাৎ করে তার আসন থেকে লাফ দিয়ে ওঠে দাঁড়ান এবং বিমানের দরজা টানাটানি শুরু করেন। ওই সময় অন্য যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করেন। আর কয়েকজন কেবিন ক্রুদের সঙ্গে ওই যাত্রীকে নিবৃত করতে যান। প্লাস আল্ট্রা এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই যাত্রী প্রথমে অদ্ভুত আচরণ করছিলেন। এছাড়া চিৎকার করে পাশের যাত্রীকে বিরক্ত করছিলেন।

তখন তাকে অন্য একটি আসনে বসানো হয়। এর কিছুক্ষণ পর তিনি নিজ আসন থেকে ওঠে গিয়ে বিমানের দরজা খুলতে যান। ওই সময় তাকে বাধা দিতে গিয়ে এক ক্রু আহত হন। তিনি এতটাই আহত হয়েছেন যে তাকে আগামী কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। সূত্র: গালফ নিউজ