মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফখরুল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল সোমবার এ ঘটনায় সুমনা (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, রোববার বিকেলে সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ফখরুল মিয়া আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের আব্দুল বাছিত মিয়ার ছেলে। হতাহতের ঘটনার পর রোববার রাতে থানায় মামলার দায়ের করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফখরুল মিয়া খালে মাছ ধরতে যান। এ সময় একই এলাকার গোলাপ মিয়ার সঙ্গে মাছ ধরাকে কেন্দ্র করে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোক জড়ো হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ফখরুল মিয়ার ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হন ফখরুল মিয়া। তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।