ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্ক্ষিত: বিজিবি মহাপরিচালক

  • আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘কোনো একটা জীবন মেরে ফেলা হোক, এটা কারোরই কাঙ্ক্ষিত নয়। এটা তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায়, সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়। মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্ক্ষিত।’
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান এসব কথা বলেন। বিজিবি প্রধান আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি জেলার কসবায় যান। এ সময় বিজিবির পরিচালক আরও বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারত। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি।’
বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন, কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ইমিগ্রেশন ভবনের বিষয়টি তাঁর জানা নেই। কসবা রেলস্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। আমি দায়িত্ব নেওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিষয়ে প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্ক্ষিত: বিজিবি মহাপরিচালক

আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘কোনো একটা জীবন মেরে ফেলা হোক, এটা কারোরই কাঙ্ক্ষিত নয়। এটা তারাও (বিএসএফ) চায় না, আমরাও চাই না। সবাই চায়, সীমান্ত হত্যা কতটা নিচে নামিয়ে আনা যায়। মাছ গিয়ে মাদক আসাটা অনাকাঙ্ক্ষিত।’
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান এসব কথা বলেন। বিজিবি প্রধান আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেন। পরে তিনি জেলার কসবায় যান। এ সময় বিজিবির পরিচালক আরও বলেন, ‘ডিজি লেভেলের সম্মেলনে আমরা অনেক ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি। সেই আলোচনায় আমরা অনেক সমস্যার সমাধান করছি। এগুলো (সীমান্ত হত্যা) আরও বেশি হতে পারত। এগুলো আমরা কমিয়ে নিয়ে আসছি। তবে আমাদের চেষ্টা থাকবে সীমান্ত হত্যা আরও কতটা নিচে নামিয়ে নিয়ে আসতে পারি।’
বিএসএফের বাধায় আখাউড়া ইমিগ্রেশন ভবন, কসবা রেলওয়ে স্টেশন ও সালদা নদী সেতু নির্মাণের কাজ বন্ধ রয়েছে—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ইমিগ্রেশন ভবনের বিষয়টি তাঁর জানা নেই। কসবা রেলস্টেশন এবং সালদা নদী সেতুর বিষয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছি। আমি দায়িত্ব নেওয়ার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’ তিনি আরও বলেন, ‘মাদকের বিষয়ে প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স নীতির কথা বলেছেন। সেভাবেই আমরা কাজ করছি।’