ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

মাছের ঘের নিয়ে সংঘর্ষে যুবক নিহত

  • আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ১২৪ বার পড়া হয়েছে

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলা উপজেলায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান। নিহত মোতাহার সরদার (৪২) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের ইনছান সরদারের ছেলে। বুধবার সকালে পরিদর্শক বলেন, বকুলতলা গ্রামের একটি ঘের নিয়ে ফরিদ শেখের সঙ্গে আব্দুল্লাহ শেখের বিরোধ ছিল। সেই বিরোধপূর্ণ ঘেরে গৈঘর বাঁধাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। আহত মোতাহারকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পুলিশ রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পরিদর্শক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এআই দিয়ে ৩ বোনের অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেল, ভাইয়ের আত্মহত্যা

মাছের ঘের নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আপডেট সময় : ১২:৫৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২

বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোংলা উপজেলায় মাছের ঘের নিয়ে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান। নিহত মোতাহার সরদার (৪২) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুলতলা গ্রামের ইনছান সরদারের ছেলে। বুধবার সকালে পরিদর্শক বলেন, বকুলতলা গ্রামের একটি ঘের নিয়ে ফরিদ শেখের সঙ্গে আব্দুল্লাহ শেখের বিরোধ ছিল। সেই বিরোধপূর্ণ ঘেরে গৈঘর বাঁধাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপক্ষের সমর্থকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের ছয়জন আহত হন। আহত মোতাহারকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। পুলিশ রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার লাশের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে এই ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পরিদর্শক।