ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

মাছের ‘গুঁতোয়’ পুকুরে অজ্ঞান যুবক

  • আপডেট সময় : ১১:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • ১৫০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : মাছের ‘গুঁতোয়’ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় গুরুতর জখম হয়েছে এক যুবক। গত শুক্রবার সকালে ক্যানিং থানার নিকারীঘাটার বেলেখালিতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন আবদুল হালিম। সেই সময় একটি বড় মাছ জালে ধরা পড়ে। সেই মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েন আবদুল। মাছ ধরার আগেই পানির মধ্যে তার বুকে মারাত্মক ধাক্কা লাগে। মাছের গুঁতোয় তীব্র আঘাত পান। এসময় পুকুরে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে। দ্রুত আবদুল হালিমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। হালিমের বাবা আরাফ ঘরামি বলেন, ‘অন্যান্য দিনের মতো পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিল ছেলে। সেই সময় পুকুরে একটি মাছ তার বুকে গুঁতো মারে। তাতেই এই বিপত্তি।’
মনে করা হচ্ছে, কাতলা বা ভেটকি গোত্রের কোনও মাছের পাখনার ঝাপটায় জখম হয়েছেন ওই যুবক। কারণ, ওই ধরনের মাছই পুকুরে রয়েছে। তবে তার আঘাতে যে কেউ গুরুতর জখম হতে পারেন, তা কল্পনাও করতে পারছেন না অনেকেই। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে তাই এলাকায় চলছে জোর আলোচনা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাছের ‘গুঁতোয়’ পুকুরে অজ্ঞান যুবক

আপডেট সময় : ১১:২৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : মাছের ‘গুঁতোয়’ ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় গুরুতর জখম হয়েছে এক যুবক। গত শুক্রবার সকালে ক্যানিং থানার নিকারীঘাটার বেলেখালিতে এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার সকালে বাড়ির পুকুরে মাছ ধরার জন্য জাল ফেলছিলেন আবদুল হালিম। সেই সময় একটি বড় মাছ জালে ধরা পড়ে। সেই মাছ ধরার জন্য পুকুরে নেমে পড়েন আবদুল। মাছ ধরার আগেই পানির মধ্যে তার বুকে মারাত্মক ধাক্কা লাগে। মাছের গুঁতোয় তীব্র আঘাত পান। এসময় পুকুরে অচৈতন্য হয়ে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে। দ্রুত আবদুল হালিমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক। হালিমের বাবা আরাফ ঘরামি বলেন, ‘অন্যান্য দিনের মতো পুকুরে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করছিল ছেলে। সেই সময় পুকুরে একটি মাছ তার বুকে গুঁতো মারে। তাতেই এই বিপত্তি।’
মনে করা হচ্ছে, কাতলা বা ভেটকি গোত্রের কোনও মাছের পাখনার ঝাপটায় জখম হয়েছেন ওই যুবক। কারণ, ওই ধরনের মাছই পুকুরে রয়েছে। তবে তার আঘাতে যে কেউ গুরুতর জখম হতে পারেন, তা কল্পনাও করতে পারছেন না অনেকেই। স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে তাই এলাকায় চলছে জোর আলোচনা।